রাঙ্গামাটি:- গত ০৩ এপ্রিল ২০২৫, রোজ বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জুরাছড়ি উপজেলার লেবার পাড়ায় জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে যক্ষাবাজার আর্মি ক্যাম্প এর একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। উক্ত অভিযানে কাউকে আটক করা না গেলেও বিপুল পরিমাণ দেশীয় মদ (আনুমানিক ৪৩৪ লিটার) উদ্ধার করা হয়।
উল্লেখ্য গত ০৩ এপ্রিল পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়। ধারণা করা হয় উল্লেখিত মদ পিসিপি এর সম্মেলন কে সামনে রেখেই প্রস্তুত রাখা হয়েছিল। পরবর্তীতে নিরাপত্তার হুমকি থাকায় উক্ত সম্মেলন বাতিল করা হয়।
মাদক বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনার প্রত্যয় নিয়ে সেনাবাহিনীর টহল দল স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান এবং কারবারিদের উপস্থিতিতে অদ্য ০৪ এপ্রিল আনুমানিক ৪৩৪ লিটার মদ ধ্বংস করে।