শিরোনাম
২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত আজ স্বাধীনতা ও জাতীয় দিবস বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার রাঙ্গামাটির সাজেকে জুমের আগুনে দগ্ধ তুহিন ত্রিপুরার মৃত্যু রাঙ্গামাটি জেলা পরিষদের অনুমোদন ছাড়া নির্মাণ করা যাবে না পর্যটন ও বাণিজ্যিক স্থাপনা গণহত্যাকারীদের বিচার এ দেশে হবেই : ড. ইউনূস প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে– জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা হাসিনার ঘনিষ্ঠতেই আস্থা অন্তর্বর্তী প্রশাসনের! কালো কোট পরতে হবে না আইনজীবী-বিচারকদের উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় পৃথক অ‌ভিযা‌নে গ্রেফতার ৬

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৪৫ দেখা হয়েছে

খাগড়াছ‌ড়ি:- খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় পৃথক অ‌ভিযা‌নে ৬ জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার (১১মার্চ) রা‌তে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রে তা‌দের আটক করা হয়।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ ‌তৌ‌ফিকুল ইসলাম তৌ‌ফিক।
তি‌নি জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে উপ‌জেলার গোম‌তি ইউ‌পির মা‌লেক মাস্টারপাড়া এলাকায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রে আবুল হা‌শেম দিদারুল আলম (২৭) খোর‌শেদ আলমের ছে‌লে,জ‌হিরুল ইসলাম (৩২) ও মোক‌সুদ আলীর ছে‌লে শাহীন আলম (৩৪) কে ২২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হ‌য়ে‌ছে।
অপর দিকে মা‌টিরাঙ্গা বাজার এলকা হ‌তে
এসএম জামালের ছে‌লে এস এম তা‌রেক (২৪) ১১‌পিচ ইয়াবা ও রসুলপুর এলাকার মাদক মামলার ওয়া‌রেন্টভুক্ত আস‌মি আব্দুল মা‌লেক ছে‌লে মো: রফিকুল ইসলাম (২২) এবং আওয়ামীলী‌গের স‌ক্রিয় কর্মী মধ‌্য মুস‌লিমপাড়া নুর মোহাম্মদের ছে‌লে আল ইমরান রিপন (৪৪)কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌নে বি‌ধি মোতা‌কে আই‌নি কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে ব‌লে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions