শিরোনাম
আ. লীগের যেসব প্রভাবশালী নেতা গ্রেপ্তার হলেন, আত্মগোপনে যারা সালাউদ্দিন কাদের চৌধুরীর জানাজায় যাওয়ার পথে অপহরণ,ফজলে করিম, হাছান মাহমুদসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী খাগড়াছড়ি সেনানিবাসে গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন হাজারী গলিতে যৌথ বাহিনীর ওপর হামলায় ৮২ জন আটক শিরীন শারমিনকে পাসপোর্ট: জড়িতদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে আল্টিমেটাম বন্ধু ট্রাম্পের আমেরিকায় অভিবাসন ও শুল্কে বৈরী নীতির মুখে পড়তে পারে মোদির ভারত ইতিহাস গড়ে জয় ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, ভাঙলেন ১৩১ বছরের রেকর্ড ডনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ২ শতাধিক নেতাকর্মী

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৮১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দলে যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে লালমনিরহাটে জাতীয় পার্টির (জাপা) দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দেউতিরহাট স্কুল মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

এদের মধ্যে পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরউদ্দিন, সাধারণ সম্পাদক মাইদুল ইসলামসহ ৫১ সদস্যের প্রায় পুরো কমিটি এবং অন্যান্য কর্মীসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু তাদের হাতে ধানের শিষ তুলে দিয়ে বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু বলেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। দেশের মানুষের সামনে এখন দাবি একটাই, এই সরকারের পদত্যাগ।

তিনি বলেন, এই সরকারের ওপর আস্থা নেই বলেই জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা দলে দলে বিএনপিতে যোগদান করছেন।

বিএনপিতে যোগ দেয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরউদ্দিন বলেন, জাতীয় পার্টিতে নেতাকর্মীদের কোনো মূল্যায়ন নেই। নেতারা শুধু নিজের জন্যই রাজনীতি করেন। অপরদিকে বিএনপি গণতন্ত্র রক্ষার আন্দোলন করছে। তাই আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

বিএনপিতে যোগ দেয়া জাপা নেতা এরশাদুল হক মাস্টার বলেন, জাতীয় পার্টিতে কোনো শৃঙ্খলা নেই। জাতীয় পার্টি সব সময় আওয়ামী লীগের বলির পাঠা হিসেবে ব্যবহার হয়। জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগ বার বার ক্ষমতায় আসছে। আর লাভবান হচ্ছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকীর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, মজমুল হোসেন প্রামানিক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিচ, সাধারণ সম্পাদক হাসান আলী, জেলা ছাত্রদলের সভাপতি ও বড়বাড়ি ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লিমন প্রমুখ বক্তব্য দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions