রাঙ্গামাটির বাঘাইছড়িতে জেএসএস’র সঙ্গে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ’র এক সশস্ত্র সদস্য নিহত

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু) এর মধ্যে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ’র এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টা ২০ মিনিট থেকে দেড়টা পর্যন্ত উপজেলার সাজেক ইউনিয়নস্থ দক্ষিণে ৭ নম্বর পাড়া রাস্তার দক্ষিণ পার্শ্বে শীব পাড়া নামক এলাকায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

নিহত রমেশ চাকমা ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের একজন সশস্ত্র সদস্য বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ- প্রসীতের ইউনিয়ন কমান্ডার দেবাশীষ চাকমা, সহকারী কমান্ডার মঙ্গল চাকমা, ডাক্তার উত্তম চাকমার নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জনের একটি সশস্ত্র গ্রুপের সঙ্গে অপর সশস্ত্র আঞ্চলিক সংগঠন জেএসএস -সন্ত’র প্লাটুন কমান্ডার তীপ্তি চাকমার নেতৃত্বাধীন ৫০-৫৫ জনের সশস্ত্র গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে প্রায় ১৫০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে এখনো উভয় দলই ঘটনাস্থলে অবস্থান করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ওই এলাকায় জেএসএস-সন্তু এবং ইউপিডিএফ -প্রসীত সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় জেএসএস- সন্তু গ্রুপের একজন নিহত ও দুই জন গুলিবিদ্ধ এবং অপরদিকে ইউপিডিএফ-প্রসীত গ্রুপের অর্পন চাকমা (অধীন চাকমা) নামে এক জন নিহত হয়েছে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions