শিরোনাম
কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে পাহাড় থেকে দুই কৃষককে অপহরণ, গুলিবিদ্ধ ৩ বান্দরবানের তুমব্রু সীমান্তে প্রচণ্ড গোলাগুলির শব্দ হাসিনা সবকিছু ধ্বংস করে গেছে, শূন্য থেকে শুরু করেছি : ড. ইউনূস ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৭৩ আসামিসহ এখনও পলাতক ৭০০: কারা মহাপরিদর্শক ড. ইউনূসের সঙ্গে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর বৈঠক সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী : হাইকোর্টে প্রতিবেদন রাঙ্গামাটির সাজেক থেকে ফিরছেন আটকে পড়া পর্যটকরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ২৫ কোটি টাকা বরাদ্দ কর্তনে ক্ষোভ,অর্থ ফেরতে আন্দোলনে নামার হুমকি মুন্নী সাহার স্থগিত ব্যাংক হিসাবে মাত্র ১৪ কোটি টাকা শেখ পরিবার ও ৯ গ্রুপের সম্পদের খোঁজে ১০ টিম

বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন: চেয়ারম্যান থানজামা লুসাই

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৫৪ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়েছে। পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ১৯৯৭ এর ১৬-ক (৪) উপধারা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪ এর ৪(২) উপধারায় থানজামা লুসাইকে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম এক স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তকালীন সরকার অধীনে জেলা পরিষদের ১৫ জন সদস্য গঠন করা হয়। তারা হলেন- বান্দরবান সদর রেইছা থেকে রাজুময় তচঙ্গ্যা, চম্পাতলী থেকে ম্যা ম্যা নু মারমা, থানচি উপজেলা থেকে এডভোকেট উবাথোয়াই মারমা, রাজবিলা থেকে উমং চিং মারমা, থানচি হেডম্যান পাড়া থেকে খামলাই ম্রো, বান্দরবান পৌর এলাকা থেকে মংএ চিং চাক, থানচি মরিমন পাড়া থেকে সানাই প্রু ত্রিপুরা, রুমা উপজেলা থেকে লালজার লম বম, রোয়াংছড়ি থেকে নাফ্রাং খুমী, আলীকদম থেকে সাইফুল ইসলাম, বান্দরবান সদর থেকে মোহাম্মদ নাছির উদ্দিন, বান্দরবান পৌর এলাকা থেকে মোহাম্মদ আবুল কালাম, বান্দরবান পৌর শহর মধ্যম পাড়া থেকে এডভোকেট মাধবী মারমা ও বান্দরবান বাজার থেকে খুরশিদা ইসহাক।

পুনরাদেশ না দেয়া পর্যন্ত উর্পযুক্তভাবে পুনর্গঠিত অর্ন্তবতীকালীন পরিষদ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ এবং এই আইনের সকল সংশোধনীর বিধান অনযায়ী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions