খাগড়াছড়ি:-বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইমলাম খান বাবুল বলেছেন, বিনা ভোটের সরকার কৃষকদের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে। কৃষিক্ষেত্রকে ধংস করে দিয়েছে। এ সরকার ভারতকে শুধু দিয়েই যাচ্ছে। বিনিময়ে পেয়েছি দিল্লীর দাসত্ব। সরকার চেয়ার টিকিয়ে রাখতে দিল্লীর গোলামী করছে। এ সরকারকে বিদায় নিতে হবে।
রবিবার (৭ জুলাই) দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা কৃষক দলের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কারানির্যাতিত নেতাদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ।
বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ফ্লাইট লে. অব. মো. হারুন, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সদস্য সচিব জনাব শফিকুল রহমান মিঠু, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম সম্পাদক কাদের সিদ্দিকী, সহ-দপ্তর সম্পাদক এড. সুলায়মান হোসাইন, কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক বদিউল আলম বদরুল, ফরিদপুর জেলার নগদবান্দা উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ইয়াদ, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক নেতা নাজিম উদ্দীন শাহিন, এছাড়াও ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিটু আরেফিন সজিব। স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নীলপদ চাকমা।
সমাবেশে রামগড় উপজেলা কৃষকদলের সভাপতি কামাল হোসেন, রামগড় পৌর সভাপতি মো. সেলিম, দিঘীনালা উপজেলা সভাপতি নজরু ইসলাম, মাটিরাঙ্গা পৌর সভাপতি রবিউল ইসলাম, সদর উপজেলার কেওরি মারমাসহ বিভিন্ন উপজেলার কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।