শিরোনাম
সুন্দর ব্যবহারের মাধ্যমে সেবা প্রত্যাশীদের মন জয়ের আহ্বান রাঙ্গামাটিতে সিএমপি কমিশনারের চট্টগ্রামে করোনায় মারা গেছে আরো দুজন, আক্রান্ত ১২ স্বাস্থ্যবিধি মানার ওপর জোর বিশেষজ্ঞদের সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৩৯২ পার্বত্য জেলা পরিষদসমুহে জনসংখ্যা অনুপাতে নিয়োগের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্মারকলিপি বান্দরবানে বিজিবির অভিযানে পাঁচ আগ্নেয়াস্ত্র উদ্ধার,আটক-৩ রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফের ভয়াবহ রূপে করোনা,একদিনে ৫ জনের মৃত্যু নূরুল হুদার পর সাবেক সিইসি আউয়াল গ্রেফতার যুক্তরাষ্ট্রের হামলা,ইরানে বিক্ষোভে ফুঁসে উঠেছে জনগণ, অংশ নিলেন প্রেসিডেন্টও

প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ অমির, ১২০ পর্বে ঈদে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬৯ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- ‘দেশীয় সিরিয়াল দর্শক দেখতে চায় না’ এমন ধারণাকে ভুল প্রমাণ করেছে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’। সাফল্যের ধারাবাহিকতায় বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে তুমুল আগ্রহের কারণে এই সিরিয়ালটির ৫ম সিজন আসছে।

নতুন সিজন প্রসঙ্গে রবিবার (পহেলা জুন) বিকেলে গুলশানের একটি অভিজাত ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নির্মাতা অমি জানান, গত চার সিজনের চেয়েও এবার বড় পরিসরে তিনি ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ নিয়ে হাজির হচ্ছেন।

কাজল আরেফিন অমির ভাষ্য, দেশ-বিদেশে যেখানে যাই, দর্শকরা সবার আগে জিজ্ঞেস করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন সিজন কবে আসবে? দর্শকদের জন্যই কাজ করি, তাদের চাওয়াতে ২৬ মাস পর সিজন ৫ নিয়ে আসছি।

নতুন সিজন উপলক্ষে সংবাদ সম্মেলনে ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, সানজানা সরকার রিয়া, লামিমা লামসহ অনেকে। পরিচালক অমিসহ ছিলেন মুশফিকুর রহমান (বঙ্গের চিফ কনটেন্ট অফিসার ও প্রযোজক) প্রমুখ।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ কখন, কীভাবে দেখা যাবে?

ঈদের দিন একসঙ্গে নতুন ৮ এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে।
দেখতে হলে ৪০ টাকায় সাবসক্রাইব করতে হবে। পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে।

একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে। পরদিন (শুক্রবার) রাত ৯ টায় বুম ফিল্মসের ইউটিউবে দ্বিতীয় এপিসোড রিলিজ হবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইতে দেখা যাবে।
এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।

যারা আগেই দেখতে চান, তারা প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবার সাবস্ক্রাইব করে একসঙ্গে ৮ পর্ব দেখতে পারবেন বঙ্গ অ্যাপ থেকে।

১২০ পর্বে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫

১২০ পর্বে নির্মিত হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫। আর এই সিজনের মধ্য দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন কাজল আরেফিন অমি। তার সঙ্গে সহ-প্রযোজনায় রয়েছে বঙ্গ।
অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ অনেক বড় একটি সিরিজ। সচরাচর ওয়েব সিরিজের পর্ব হয় ৬-৮ পর্ব কিন্তু এটাকে আমরা নিয়ে আসছি ১২০ পর্বে। যেমনটা আগে কখনো বাংলাদেশে হয়নি। এই প্রজেক্ট দিয়ে আমার প্রযোজক হিসেবে আত্মপকাশ হচ্ছে। সবার ভালোবাসা চাই নতুন এই যাত্রায়, যেন আরো ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি।

যোগ করে তিনি আরো বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ ৪ পর্যন্ত আমি নির্মাণ করেছিলাম ইউটিউব প্যাটার্নে, কিন্তু নতুন সিজনটা বানিয়েছি ওটিটি প্যাটার্নে। দর্শকদের চাওয়া এবং আমার স্বপ্নগুলো নষ্ট করতে চাই না বলেই বড় পরিসরে নতুন সিজন আনতে চেয়েছি। টিভি, ওটিটি এবং ইউটিউব সব প্ল্যাটফর্ম একত্রিত করে নিজে প্রযোজনা করে নতুন সিজনের উদ্যোগ নিয়েছি।

ব্যাচেলর পয়েন্টের আগের সিজনগুলো টেলিভিশন ও ইউটিউবে ফ্রি-তে দেখা যেত। কিন্তু সিজন ৫ কেন ওটিটি-তে সাবস্ক্রাইব করে দেখতে হবে? এমন প্রশ্নে পরিচালক বলেন, ‘আগের সিজনগুলো টেলিভিশন ও ইউটিউবে স্ট্যান্ডার্ডে বানিয়েছিলাম। কিন্তু গত দুই বছরে আমি বেশ কিছু ওয়েব কনটেন্ট (হোটেল রিলাক্স, অসময়, ফিমেল ৪) বানিয়েছি, যা দর্শকরা পছন্দ করেছেন। এসব কাজে আমার একরকম সিনেম্যাটিক অভিজ্ঞতা হয়েছে। আমি চাই নতুন সিজনে আমার নির্মাণে সেই সিনেম্যাটিক অভিজ্ঞতার ছাপ থাকুক।

ওটিটিতে দর্শক প্রতিমাসে পে করে ৮ এপিসোড উপভোগ করতে পারবে। যিনি ওটিটিতে দেখতে চাইবে না, তিনি ইউটিউবে দেখবে। যার কাছে ইউটিউব অপশন নাই, তিনি টিভিতে দেখতে পারবে। ওটিটির জন্য কোনো এক্সটেন্ডেড ভার্সন থাকবে না। তিন মাধ্যমে তিন সময়ে একই এপিসোড দেখা যাবে।’

কাজল আরেফিন বলেন, আমি বিশ্বাস করি, প্রত্যেক প্ল্যাটফর্মে আমার দর্শক রয়েছে। যারা আমার কাজগুলো দেখে সবসময় বিনোদিত হয়, আমাকে সাপোর্ট দেয়। আমি তাদের সম্মান জানাই। তাদের ভালোবাসার কারণেই আমি সব মাধ্যমে থাকতে চেয়েছি।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ প্রযোজনা করছে বুম ফিল্মস, টিভি পার্টনার চ্যানেল আই, ডিজিটাল পার্টনার বঙ্গ। পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার, সিগনেচার পার্টনার দ্য প্যালেস।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions