খাগড়াছড়ি:- বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, আওয়ামীলীগ কখনো পাহাড়ি জনগোষ্ঠীর বন্ধু ছিল না। বরং পাহাড়ে অশান্তির বীজ বপন হয়েছিল আওয়ামী লীগের শাসন আমলে। আর এই অশান্তি আগুনে পার্বত্য চট্টগ্রাম গত ৫১ বছর ধরে জ্বলছে।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জেলার দীঘিনালার ত্রিপুরা সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া বলেন, শেখ মজিবুর রহমানের ভুল সিদ্ধান্তে শান্তিবাহিনীর জন্ম হয়েছিল। আর তারই কন্যা শেখ হাসিনার আমলে পাহাড়ে আরো তিনটি সশস্ত্র গ্রুপের জন্ম হয়েছে।
অনুষ্ঠানে ক্ষেত্র মোহন রোয়াজা ও কমল বিকাশ ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।