শিরোনাম
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বর্জনের ঘোষনা পাহাড়ে দুর্নীতির বরপুত্র দীপংকর তালুকদার অপারেশন ডেভিল হান্ট ৭২ ঘণ্টায় সব মিলিয়ে গ্রেপ্তার ৪,৬০৪ বিনামূল্যে ক্যানসারের ওষুধ দেওয়ার ঘোষণা ডব্লিউএইচওর বান্দরবানে ডেভিল হান্ট অভিযানে দুই আ.লীগ নেতা আটক বান্দরবানের লামায় ভোটার হতে পারছে না ৫ শতাধিক ব্যক্তি রাঙ্গামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে মাঘী পূর্ণিমা উদযাপন রাঙ্গামাটিতে ক্যাপ্টেন গাজী হত্যা মামলার আসামী নিখিল ১৮ বছর পরে ধরা পড়লো সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার হত্যা মামলায় কারাগারে রাঙ্গামাটি জুরাছড়ির পাহাড়ে হলুদের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়েছে ৩ বসতঘর, নিভাতে গিয়ে যুবক বিদ্যুৎস্পৃষ্ট

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৫৮ দেখা হয়েছে

রাউজান:- চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৬ মে) দিবাগত রাত পৌনে ৩টায় রাউজান পৌরসভার ২নম্বর ওয়ার্ডের জামতল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে৷

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, রমজান আলী ওরফে ইলিয়াস, জমির উদ্দিন ও আমেনা বেগম। এ সময় চোখের সামনে আগুনে পুড়ে যাওয়া নিজের কষ্টার্জিত জিনিসপত্র রক্ষা করতে গিয়ে আগুনে গলে যাওয়া বৈদ্যুতিক তারে সংযুক্ত টিনের স্পর্শে রমজান আলী ওরফে ইলিয়াস আহত হন।

তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ও আহত ইলিয়াসের শ্যালক মো. নাজিম উদ্দিন বলেন, আগুনে তিন পরিবারের বসতঘর, ৫ ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র, নগদ টাকা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ১২-১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে৷

আগুন নিভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার বোনের স্বামী গুরুতর আহত হয়েছেন জানিয়েছে তিনি আরও বলেন, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন পরবর্তী রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল করে ৬ বান্ডিল ঢেউ টিন, ৬ হাজার টাকা করে ১৮ হাজার টাকার অর্থসহায়তা এবং পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খানের ব্যক্তিগত পক্ষ থেকে অর্থ সহায়তা দিয়েছেন।

এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন রাউজান ফায়ার সার্ভিসে অ্যান্ড ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।

ততক্ষণে তিনটি বসতঘর পুড়ে যায়। আগুন নিভানোর সময় এক ব্যক্তি আহত হয়েছেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে জন্য আশপাশের অনেক বসতঘর রক্ষা পেয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions