হাটহাজারী:- হাটহাজারীতে নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মেজবা (৫) ও মেহেরাজ (৩) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (০৪ মে) সন্ধ্যার দিকে পৌরসভার ৮ নং ওয়ার্ডের মিরেরখীল গ্রামের আব্বাছিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই সহোদর পৌরসভার দেওয়ান নগরের ৩নং ওয়াডস্থ ইসমাইল সওদাগর বাড়ীর সম্রাট আকবর বাবুর সন্তান।
সূত্রে জানা যায়, মেজবা ও মেহরাজ দুই ভাই তাদের মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায়। পরে বিকালের দিকে সকলের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে যায় তারা। পরে স্থানীয়রা পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখে দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে য়ায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের বাবা সম্রাট আকবর বাবু রাত ৯ টার দিকে কান্না জড়িত কন্ঠে জানান, আমার সব শেষ হয়ে গেলো। সংশ্লিষ্ট ওয়ার্ডের সহায়ক কমিটির সদস্য শুক্কুর মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক আজাদীকে জানান, একইদিন রাত দশটার দিকে পৌরসভার ৮নং ওয়াডস্থ নিহতদের নানার বাড়ির মসজিদ মাঠে জানাযা নামাজের পর নানা বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা জানান, পুকুরের পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিলো।