শিরোনাম
ওষুধের মেয়াদ নিয়ে উদাসীনতা, বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন ২৮ শিশুর মৃত্যু : ইউনিসেফ অগাস্টিনা ও সন্তু লারমার বিচার দাবি পার্বত্যবাসীর জাতিসংঘে অগাস্টিনা চাকমার সেনাবিরোধী বিষোদগার খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ ইস্যুতে উত্তপ্ত খাগড়াছড়ি বান্দরবানে বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় আ’লীগের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রাঙ্গামাটিতে পিসিএনপির প্রতিনিধি সম্মেলন খাগড়াছড়িতে ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে পাহাড়ী-বাঙালি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা, আটক–৪ নিউইয়র্কে বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র আত্মপ্রকাশ,প্রেসিডেন্ট ফরিদ আলম, সেক্রেটারি এস এম সোলায়মান খাগড়াছড়িতে আ.লীগ নেতা আটক

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে মংরী রাখাইন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনীর স’মিল এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনী এলাকায় ভাসমান অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভীড় জমায়। পরে রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা মংরী রাখইনের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে।

তার পরিবারের লোকজন জানায় গত ২দিন ধরে মংরী রাখাইন নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। পরে আজ (শুক্রবার) সকালে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহেদ পারভেজ ও থানার সেকেন্ড অফিসার মো. সোহাগ চৌধুরীসহ ঘটনাস্থলে যান। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হপাসাতালে পাঠায়।

পুলিশ জানায়, নিহত মংরী রাখাইন ১৩ মার্চের আগের রাত থেকে নিখোঁজ। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions