রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে মংরী রাখাইন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনীর স’মিল এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনী এলাকায় ভাসমান অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভীড় জমায়। পরে রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা মংরী রাখইনের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে।
তার পরিবারের লোকজন জানায় গত ২দিন ধরে মংরী রাখাইন নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। পরে আজ (শুক্রবার) সকালে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহেদ পারভেজ ও থানার সেকেন্ড অফিসার মো. সোহাগ চৌধুরীসহ ঘটনাস্থলে যান। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হপাসাতালে পাঠায়।
পুলিশ জানায়, নিহত মংরী রাখাইন ১৩ মার্চের আগের রাত থেকে নিখোঁজ। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com