শিরোনাম
র‌্যাব বিলুপ্ত করুন : জাতিসংঘ আ. লীগ সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করেছিল আন্দোলনে নৃশংসতা ছিল সাবেক সরকারের পরিকল্পিত কৌশল’– জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ আইন সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান ডেভিল হান্ট: রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক নেতা আটক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বর্জনের ঘোষনা পাহাড়ে দুর্নীতির বরপুত্র দীপংকর তালুকদার অপারেশন ডেভিল হান্ট ৭২ ঘণ্টায় সব মিলিয়ে গ্রেপ্তার ৪,৬০৪ বিনামূল্যে ক্যানসারের ওষুধ দেওয়ার ঘোষণা ডব্লিউএইচওর বান্দরবানে ডেভিল হান্ট অভিযানে দুই আ.লীগ নেতা আটক

আগামী ২৪ ঘন্টার মধ্যে সবাইকে পদত্যাগের দাবি-রাঙ্গামাটি জেলা পরিষদ ও পৌরসভার মেয়রকে আল্টিমেটাম

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৪১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- আগামী ২৪ ঘন্টার মধ্যে সবাইকে পদত্যাগের দাবিতে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানসহ সকল সদস্যদের ও পৌরসভার মেয়রকে আল্টিমেটাম দিয়েছেন রাঙ্গামাটি বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা ৪দফা দাবি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষার্থীদের ৪ দফা দাবি সমূহ- ১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সাবেক সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও সহযোগী মহাজোটের শরীক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকার তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।
৪.প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।
উল্লেখিত পদযাত্রা থেকে শেখ হাসিনাসহ ছাত্র হত্যায় জড়িত সকল ব্যক্তির ফাঁসি দাবি করে বিভিন্ন স্লোগান দেন বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা।
এব্যাপারে জানতে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও মেয়র আকবর হোসেন চৌধুরীকে মুঠোফোন নম্বরে ফোন দেওয়া হলে তাদের কাউকে পাওয়া যায়নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions