ডেস্ক রির্পোট:- ২৭শে এপ্রিল বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন। এরইমধ্যে ডিপজল-মিশা সওদাগর প্যানেল জোরেশোরে প্রচারণা শুরু করেছে। সেখানে বর্তমান প্যানেলের সাধারণ সম্পাদক নিপুণ ছিলেন অনেকটাই নীরব। কারণ সভাপতির দায়িত্ব পালন করা ইলিয়াস কাঞ্চন আগেই জানিয়েছেন তিনি আর নির্বাচন করবেন না। বরঞ্চ নিপুণকে নিয়ে নানা ধরনের তথ্য তিনি সামনে এনেছেন বিভিন্ন সাক্ষাৎকারে। পরবর্তীতে শাকিব খান ও অনন্ত জলিলের কাছেও সভাপতির প্রস্তাব পাঠানো হয় নিপুণের পক্ষ থেকে। কিন্তু শূন্য হাতে ফেরেন এ নায়িকা। সবশেষ শোনা যাচ্ছিল অমিত হাসানকে সভাপতি করেই এবার প্যানেল গড়তে পারেন তিনি। কিন্তু সেটাও হয়নি। সব মিলিয়ে সভাপতি নিয়ে বেশ বিপাকে পড়ে যান এ নায়িকা।
অবশেষে এবার সভাপতি হিসেবে নিজের সঙ্গী খুঁজে পেয়েছেন নিপুণ। আর তিনি হলেন ৮০’র দশকের নায়ক মাহমুদ কলি। রোববারই এফডিসিতে এ নায়কের নাম ঘোষণা করা হয় সভাপতি হিসেবে। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ অনেক দিন থেকেই চলচ্চিত্র তথা চলচ্চিত্রের মানুষ থেকে দূরে মাহমুদ কলি। হঠাৎ করে তিনি কী নির্বাচন করে সফলতা পাবেন! যদিও অতীতের হিসাব ভিন্ন। এর আগে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছিলেন এ নায়ক। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে যান নিপুণ। এরপর বিকালে এফডিসি’র শহীদ মিনারেও ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সঙ্গে দেখা যায় মাহমুদ কলিকে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসে সন্ধ্যায়। নিপুণ বলেন, আমি সবসময় চেয়েছি, যারা আগে শিল্পী সমিতির পদগুলোতে ছিলেন, তারা যেন ফিরে আসেন। সেই ভাবনা থেকেই গত আসরে ইলিয়াস কাঞ্চন সাহেবকে নিয়ে নির্বাচন করেছি। ওনার সঙ্গে আমি দুই বছর কাজ করেছি। তো এবারো চাচ্ছিলাম এমন কাউকে আনি, যিনি সংগঠনটি সম্পর্কে জানেন, বোঝেন এবং এই সংগঠন যাদের হাত ধরে এই পর্যায়ে এসেছে। মাহমুদ কলি সাহেব তেমনই একজন। তাই আশা করছি তার সঙ্গে আমার মেলবন্ধনে ভালো কিছু হবে।