রাঙ্গামাটি:- অসুস্থ স্বামীর জন্য ওষুধ নিয়ে বাড়ি ফেরা হলো না রাঙ্গামাটির বিলাইছড়ির লতা মারমার। নৌকা করে আসার সময় মাথা ঘুরে কাপ্তাই হৃদে পড়ে তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে বিলাইছড়ি উপজেলার কেংরাছড়ি ইউনিয়নের শামুকছড়ি পূর্বপাড়ার কেরনছড়ি নামক এলাকায় কাপ্তাই হ্রদে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে।
জানা যায়, এদিন সকালে ভাসুরের এক শিশু ছেলেকে (দ্বিতীয় শ্রেণির ছাত্র) সঙ্গে নিয়ে স্বামীর জন্য ওষুধ আনতে বিলাইছড়ি বাজারে যাচ্ছিলেন গৃহবধূ লতা মারমা (৩৩)। পথে কেরনছড়ি এলাকায় হঠাৎ মাথা ঘুরে নৌকা থেকে কাপ্তাই হ্রদে পড়ে পানিতে তলিয়ে যান। তবে ছেলেটি নিরাপদ ছিল। পরে শিশুটি স্থানীয়দের জানালে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঘটনাস্থল গিয়ে জাল ফেলে তল্লাশি চালিয়ে নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর লতাকে উদ্ধার করে বিলাইছড়ি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার আগেই লতা মারা যান বলে জানান ওই হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. নুরুদ্দিন।
এদিকে লতার আকস্মিক মৃত্যুতে তার স্বামী মিলন কান্তি চাকমা ও শ্বশুর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের দুজনকেই বিলাইছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানান স্থানীয়রা।
লতার তিন সন্তানের মধ্যে বড় মেয়ের বয়স ১৫, মেজো ছেলের বয়স ১১ এবং ছোট মেয়ের বয়স আড়াই বছর বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেংরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামা চরণ মারমা (রাসেল), বিলাইছড়ি উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া ও প্রকল্প কর্মকর্তা অফিসের সুমন গাজীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিলাইছড়ি বাজারে যাওয়ার পথে হঠাৎ নৌকা হতে কাপ্তাই হ্রদে পড়ে গেলে তিন সন্তানের মা লতা মারমার অকাল মৃত্যু ঘটে।
বিলাইছড়ি থানার ওসি মানস বড়ুয়া বলেন, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।