ডেস্ক রির্পোট:- ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের সংশ্লিষ্টদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
এএফপি জানায়, রাজধানী আক্রা থেকে বুধবার সকাল ৯টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার উড্ডয়ন করে এবং রাডার থেকে হারিয়ে যায়। এটি রাজধানীর উত্তর-পশ্চিমে ওবুয়াসি শহরের দিকে যাচ্ছিল। এতে তিনজন ক্রু ও পাঁচজন যাত্রীসহ হেলিকপ্টারে আটজন আরোহী ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।
হেলিকপ্টারে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ।
তাদের মৃত্যুতে শোক জানিয়ে ঘানার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ বলেছেন, প্রেসিডেন্ট ও সরকার আমাদের সহকর্মী ও দেশের সেবায় নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছে।