রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে জেলা শহরের শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
মেলার উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, তরুণ-তরুণীদের দেশ গড়ার উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হয়েছে। তরুণরা এগিয়ে আসলে এ দেশটা বদলাবে। তাদের হাত ধরে তাদের পরিবার বদলাবে। পরিবার বদলালে সমাজ বদলাবে। সমাজ বদলানোর মধ্য দিয়ে এ দেশ বদলাবে। দেশ বদলানোর মধ্য দিয়ে তরুণদের হাত ধরে একটা সুব্দর পৃথিবী গড়ে উঠবে।
এর আগে অতিথিবৃন্দ জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে তৈরি স্মৃতিস্তম্ব প্রাঙ্গন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এসময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্যরা, জামায়াতের জেলা আমির আব্দুল আলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চলতি মাস জুড়ে জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যর উৎসব অনুষ্ঠিত হবে। মেলার পাশাপাশি বিভিন্ন খেলাধূলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।