রাঙ্গামাটি:- গত শনিবার রাঙ্গামাটির লংগদু উপজেলায় দুই কর্মী ও সমর্থককে হত্যার প্রতিবাদে আজ রাঙ্গামাটি জেলায় আধাবেলা সড়ব ও নৌপথ অবরোধ কর্মসূচী পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ)।
অবরোধের সমর্থনে সকাল ৬ টা থেকেই নিজেদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকার সড়কগুলোতে অবস্থান নিয়ে সড়কে টায়ার ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ইউপিডিএফ কর্মীরা। অবরোধের কারণে শহরের জীবনযাত্রা ও যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ আছে। রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম,খাহড়াছড়ি,বান্দরবান ও উপজেলাগুলোর সাথে সড়কযোগাযোগ বন্ধ আছে। জেলার সাজেক,নানিয়ারচর,ঘিলাছড়ি,বুড়িঘাটসহ বিভিন্ন এলাকায় তাদের বিক্ষোভ প্রদর্শনের খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত শনিবার রাঙ্গামাটির লংগদু উপজেলার বড় হারিকাবা এলাকায় সশস্ত্র বন্দকুধারিদের গুলিতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা এবং সমর্থক ধন্য মনি চাকমা নিহত হন। ইউপিডিএফ এই হত্যাকান্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ি করে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান পদ থেকে সন্তু লারমাকে অপসারণ বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। তবে জেএসএস হত্যাকান্ডের সাথে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে এটি ইউপিডিএফ এর আভ্যন্তরীন বিরোধের কারণে হতে পারে বলে দাবি করেছে।