শিরোনাম

দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, জরিপে তারেক রহমান এগিয়ে

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করা এক জরিপে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম বলেছেন ৪৭ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা। ২২ দশমিক ৫ শতাংশ শফিকুর রহমানের নাম উল্লেখ করেছেন এবং ২ দশমিক ৭ শতাংশ নাহিদ ইসলামকে বলেছেন। তবে ২২ দশমিক ২ শতাংশ এ বিষয়ে নিশ্চিত নন।

জামায়াতে ইসলামীর ভোটব্যাংকে তুলনামূলক অস্থিরতা রয়েছে এবং দলটির কিছু সমর্থক বিএনপির দিকে ঝুঁকছেন। একই সঙ্গে সিদ্ধান্তহীন ভোটারদের মধ্য থেকেও বিএনপি বেশি সমর্থন পাচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। জরিপে অংশ নেওয়া ৪৭ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে পারেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনোভিশন কনসালটিং তাদের গবেষণা পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড–৩–এর ফলাফল প্রকাশ করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান ড. রুবাইয়াত সারওয়ার বলেন, ফেব্রুয়ারি ২০২৬–এর জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের মনোভাব, ভোটদানের ইচ্ছা এবং নির্বাচন পরিবেশ সম্পর্কে ধারণা পেতেই এই জরিপ পরিচালনা করা হয়েছে।

১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে প্যানেল জরিপটি চালানো হয়। এতে মোট ৫ হাজার ১৪৭টি সফল সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আগের দুই রাউন্ডের ২০ হাজার ৮০ জন উত্তরদাতার কাঠামো থেকে স্তরভিত্তিক র‌্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে নমুনা নির্বাচন করা হয়। সারা দেশের ৫০০টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট থেকে তথ্য সংগ্রহ করা হয়। চূড়ান্ত নমুনা নিশ্চিত করতে ১৫ হাজার ৬৪৯টি ফোনকল করা হলেও অংশ না নেওয়া বা যোগাযোগ সম্ভব না হওয়ায় প্রায় ৬৮ শতাংশ ঝরে পড়ে। তথ্য সংগ্রহে কম্পিউটার সহায়তায় টেলিফোন সাক্ষাৎকার (CATI) পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং জাতীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ২০২২ সালের জনশুমারির ভিত্তিতে পোস্ট-সার্ভে ওয়েটিং প্রয়োগ করা হয়।

জরিপে বলা হয়, সামগ্রিকভাবে বিএনপি তাদের মূল সমর্থন ধরে রাখার পাশাপাশি আগের রাউন্ডে জামায়াত বা এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছিলেন এমন কিছু ভোটারের সমর্থনও পাচ্ছে। যদিও বিএনপি থেকে জামায়াতে এবং জামায়াত থেকে বিএনপিতে কিছু ভোট স্থানান্তর হয়েছে, মোট হিসাবের দিক থেকে পরিবর্তন জামায়াতের ক্ষেত্রেই বেশি, যা তাদের বর্তমান ভোটভাগে প্রভাব ফেলছে। এছাড়া জামায়াত ও এনসিপির জোটের কারণে এনসিপির কিছু ভোট বিএনপির দিকে চলে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

জরিপে আরও বলা হয়, জামায়াতের ভোটব্যাংক বিএনপির তুলনায় বেশি অস্থিতিশীল।

সম্ভাব্য ৫২ দশমিক ৮ শতাংশ ভোট পেতে পারে বিএনপি ও তাদের জোট, যেখানে জামায়াত ও তাদের জোট পেতে পারে প্রায় ৩১ শতাংশ। বিএনপির সম্ভাব্য ভোটের ২৬ দশমিক ৬ শতাংশ এসেছে আগে সিদ্ধান্তহীন বা অনির্ধারিত ভোটারদের কাছ থেকে; বিপরীতে জামায়াতের ক্ষেত্রে এই হার ১৪ দশমিক ১ শতাংশ। জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উল্লেখযোগ্যসংখ্যক সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions