শিরোনাম

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আবু সাঈদের বাবা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি বলেন, আবু সাঈদ যে রকম বাংলাদেশ চেয়েছিল, সেটাই যেন হয়। দেশের জন্য সবাই যেন একসঙ্গে মিলেমিশে কাজ করে। তারেক রহমান সাহেব ক্ষমতা পেয়ে আগামী প্রধানমন্ত্রী হয়ে আমার ছেলে আবু সাঈদসহ সকল শহীদদের হত্যার বিচার যেন করে। গতকাল বিকাল ৬টার পর তারেক রহমানের সঙ্গে দেখা করার পর তিনি এসব কথা বলেন। রংপুর বিভাগকে এগিয়ে নিতে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের উন্নত ব্যবস্থা করে অবহেলিত এ অঞ্চলকে এগিয়ে নিতে তারেক রহমান তার বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, এদেশে অনেক বছর ধরে গণতান্ত্রিক ভোট হয় নাই। এবার যেন সবাই সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে ভোট প্রদান করতে পারে এবং সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এই চাওয়া থাকবে।

এর আগে বিকাল ৫টা ৫৫ মিনিটে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন- আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ, রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে তারেক রহমান আবু সাঈদের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ও সমবেদনা জ্ঞাপন করেন। বিচারের বিষয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলে আবু সাঈদের পরিবার। এ ছাড়াও তার গ্রাম বাবনপুরে একটি মসজিদ স্থাপন ও পীরগঞ্জে একটি স্টেডিয়ামের দাবি তারেক রহমানের কাছে জানান এলাকাবাসী। এরপর বিএনপি চেয়ারম্যান রংপুরের সমাবেশস্থলের উদ্দেশ্যে রওনা হন। সেখানে রংপুর বিভাগ থেকে আসা হাজার হাজার মানুষ তার অপেক্ষায় ছিলেন। কানায় কানায় পূর্ণ হয়ে যায় কালেক্টরেট ঈদগা মাঠ। সমাবেশস্থলে দেখা যায়, তারেক রহমান আসার আগেই মাঠে বিএনপি’র কর্মী-সমর্থকের উপচে পড়া ভিড়। কোথাও দাঁড়ানোর জায়গা নেই। এরপরও রংপুর বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসছিল মিছিল। নানা বাদ্যযন্ত্রের তালে তালে কর্মী-সমর্থকরা একে-অপরকে উজ্জীবিত করেন। সেইসঙ্গে অনেকেই নানা সাজে যান তারেক রহমানকে একটি নজর দেখতে। বিএনপি’র সকল নেতা, কর্মী-সমর্থকদের চাওয়া ছিল তারেক রহমান যেন উত্তরবঙ্গ নিয়ে তার পরিকল্পনার কথা বলেন। সেই পরিকল্পনা শুনেই বাড়ি ফিরতে চান নেতাকর্মী ও সমর্থকরা।

আবু সাঈদের কবর জিয়ারত: বিকাল ৫টা ৫৫ মিনিটে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। কবর জিয়ারত শেষে তারেক রহমান আবু সাঈদের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ও সমবেদনা জ্ঞাপন করেন। বিচারের বিষয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলে আবু সাঈদের পরিবার। এ ছাড়াও তার গ্রাম বাবনপুরে একটি মসজিদ স্থাপন ও পীরগঞ্জে একটি স্টেডিয়ামের দাবি তারেক রহমানের কাছে জানান এলাকাবাসী।

বগুড়া বিএনপি’র ঘাঁটি, ভোটের মাধ্যমে আবারো প্রমাণ করতে হবে
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই উন্নয়ন হয়েছে। আগামী ১২ তারিখে নির্বাচন। সারা দেশের মানুষ জানে, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। আপনারা প্রমাণ করে দেখাবেন, বগুড়ার মাটি শুধু বিএনপি’র ঘাঁটি নয়, এটি বিএনপি’র শক্ত ঘাঁটি। শুক্রবার বিকাল সোয়া ৩টায় বগুড়া থেকে রংপুরে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, আমি আপনাদেরই সন্তান। বহু বছর পর মোকামতলায় এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। তারেক রহমানের আগমন উপলক্ষে জুমার নামাজের আগেই মোকামতলা ও আশপাশের এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে। বন্দর এলাকাসহ মহাসড়কের দু’পাশে নারী-পুরুষ দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকেন। এ সময় তারেক রহমান গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন। এর আগে বগুড়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলমকে সঙ্গে নিয়ে তিনি মহাস্থানগড়ে আরেকটি পথসভায় অংশ নেন এবং হযরত শাহ সুলতান বলখী মাহীসওয়ার (রহ.) এর মাজার জিয়ারত করেন। মহাস্থানগড় থেকে শিবগঞ্জের রহবল সীমান্তপথ পর্যন্ত তারেক রহমানের যাত্রাপথে মীর শাহে আলমের সমর্থক ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions