
রাঙ্গামাটি:- অত্যন্ত দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন পাহাড়ি জনপদে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।
রবিবার (১১ জানুয়ারী) বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় জুরাছড়ি উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ১৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হিসেবে পরিচিত অদয়াবাবছড়া, পানকাটা, কচুতলী ও জামাইছড়ী গ্রামে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়। এসব দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর সাধারণ মানুষ শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে ছিলেন। তাদের কষ্ট লাঘবে কাপ্তাই ব্যাটালিয়ন এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে।কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ নিজে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এ সময় ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন,”সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমনের পাশাপাশি বিজিবি সব সময়ই মানবিক কাজে প্রতিশ্রুতিবদ্ধ। ‘অপারেশন উত্তরণ’ এর আওতায় আমরা দুর্গম পাহাড়ে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছি। ভবিষ্যতেও স্থানীয় জনগণের সেবায় এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”তীব্র শীতে কম্বল পেয়ে উপকারভোগীরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন। স্থানীয়রা এই উদ্যোগকে ‘সময়োপযোগী’ ও ‘প্রশংসনীয়’ বলে উল্লেখ করে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান। তারা মনে করেন, এ ধরনের মানবিক কার্যক্রমের ফলে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের সুসম্পর্ক ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণ ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।