রাঙ্গামাটি:- রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় দ্রুত হারে বাড়ছে ম্যালেরিয়ার রোগি। গত মে মাস থেকে শুরু করে জুনের ১৯ তারিখ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫২ জন। এই নিয়ে উপজেলাজুড়ে মারাত্মক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমদিকে উপজেলার ঘিলাছড়া ও গাইন্দ্যা ইউনিয়নের দুর্গম এলাকার রোগীদের ম্যালেরিয়া সনাক্ত হলেও বর্তমানে উপজেলা সদর থেকেও রোগি আসছেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। বর্তমানে প্রতিদিন গড়ে ৫-৬ জন ম্যালেরিয়ার রোগি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৌরিন্দ্র বড়ুয়া জানান, জ্বর ও মাথাব্যথা নিয়ে রোগীরা চিকিৎসা নিতে আসলে তাদেরকে ম্যালেরিয়ার পরীক্ষা করলে পজিটিভ আসছে। তবে আগের চেয়ে ম্যালেরিয়ার রোগী বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে দায়িত্বশীল সকলকে জনসচেতন হতে হবে। তা নাহলে এলাকায় ম্যালেরিয়া মহামারির আকার ধারণ করবে। স্বাস্থ্যসম্মত ভাবে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করতে হবে। বাড়ির আঙিনা এবং চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে এবং মশারোধী মশারী ব্যবহার করতে হবে।