কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই:- কাপ্তাই উপজেলা রিসোর্স সেন্টারে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ কর্মসুচির আওতায় ৫ দিন ব্যপী আয়োজিত বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ কোর্স অদ্য (২৬ এপ্রিল) শনিবার সমাপ্ত হয়েছে। জাতীয় সঙ্গীত এবং গার্ল গাইডস সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শুরু হয়।
এই প্রশিক্ষণ কোর্সে কাপ্তাই উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গার্ল গাইড শিক্ষকবৃন্দ অংশ নেন। ‘সেবা ও নেতৃত্ব বিকাশে গার্ল গাইডিং-আপনি সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্লগাইডস চট্টগ্রামের আঞ্চলিক প্রশিক্ষক বীনা প্রভা চাকমা। বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের প্রশিক্ষক ইসরাত জাহান শিল্পীর পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম,চট্টগ্রামের আঞ্চলিক ট্রেজারার চৌধুরী ফাহমী নাহিদা নাজনীন, সহযোগী ট্রেজারার নাজনীন হক চৌধুরী, কাপ্তাই উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জিন্নাতুন নাহার, প্রশিক্ষক উমা সিং মারমা । এই প্রশিক্ষণ আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য। ৫ দিন ব্যাপী আয়োজিত বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সকল গার্ল গাইড শিক্ষকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। যারযার স্কুলে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ করার জন্য পদক্ষেপ নিতেও প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের প্রতি দিক নির্দেশনা প্রদান করা হয়। পরে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সকল গার্ল গাইড শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন গার্ল গাইডস চট্টগ্রামের আঞ্চলিক প্রশিক্ষক বীনা প্রভা চাকমা।