শিরোনাম
নতুন ভোটার ৬৩ লাখ, বাদ গেল ২৩ লাখ মৃত ভোটার রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ অস্তিত্বহীন-নামসর্বস্ব পাঠাগার অর্থ-বই বরাদ্দ বছর বছর,বেসরকারি গ্রন্থাগারে সরকারি অনুদান এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে ভাতা জেরুজালেমের পাশে নিয়ন্ত্রণে আসলেও বাকি আগুন এখনো জ্বলছে ইসরাইল জুড়ে আট মাসে দেশে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের পরিচালক আহত রাঙ্গামাটি টেক্সটাইল মিলস ১৬ বছর পর চালুর উদ্যোগ নিয়ন্ত্রণরেখায় ভারত-পাকিস্তানের গোলাগুলি

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৮১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে মিনি পিকআপ-অটোরিকশা (সিএনজি চালিত) সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত এবং বাকী তিনজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শনিবার (২৬ এপ্রিল) সকালে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু তোবাব (৫০), পিতা সোয়ার আলী,কাজী পাড়া, রাউজান, জেলা-চট্টগ্রাম। নুরনাহার (৪০), স্বামী-আব্দুর রহিম, তালুকদার পাড়া,রাউজান, চট্টগ্রাম। মাহাবুবুর রহমান বাচ্ছু (৫৫),মিরহাট, হাটহাজারি, চট্টগ্রাম।

জয়নাল আবেদীন (৬০) পিতা-সিরাজুল হক, সুলতানপুর, রাউজান, জেলা-চট্টগ্রাম। ইজাদুল ইসলাম (২৫), হাসনাবাদ,সীতাকুন্ড, চট্টগ্রাম এবং বাকি এক নারীর পরিচয় মিলেনি। নিহতদের মধ্যে ৪জন পুরুষ ও ২জন নারী রয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, শনিবার সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া মনারটেক এলাকায় কাঠবাহী পিকআপ (চট্টমেট্রো-ন-১১-৬৪৯২) বেতবুনিয়া চাহেরী বাজার থেকে রাউজানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি অটোরিকশাকে (চট্টগ্রাম থ-১১-৯১৭৩) চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশায় তিন যাত্রী নিহত হন এবং আহত বাকী তিনজনকে চট্টগ্রামের গহিরা জে কে হাসপাতালে পাঠানোর পথে মারা যান।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার শিকার পিকআপ ও সিএনজি অটোরিকশা উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তবে পিকআপ চালক পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত ছয়জেনের মধ্যে তিনজনের মরদেহ রাঙ্গামাটি সদর হাসপাতালে এবং বাকী তিনজনের মরদেহ চট্টগ্রামের গহিরা জে কে হাসপাতালে রাখা আছে। ময়না তদন্ত শেষে মরদেহগুলো তাদের স্ব-স্ব স্বজনদের কাছে হস্তান্তর করা হবে জানায় পুলিশ।

রাঙ্গামাটি সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত তিন মরদেহ রাঙ্গামাটি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য আনা হয়েছে। ময়না তদন্ত শেষে আজ তাদের স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জাহিদুল আলম সড়ক দুর্ঘটনায় ৬জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে অটোরিকশা ও পিকআপটি বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে জব্দ অবস্থায় পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে কাউখালী থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ বলেন, এ ধরণের দুর্ঘটনা কাম্য নয়। নিহতদের পরিবারের প্রতি সমাবেদনা জানাচ্ছি। দোষী চালককে ধরতে চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions