রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে ‘আয়না ঘর’ সৃষ্টির মূল হোতা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলার সাবেক কমিটির সহ-সভাপতি পিকআপ চালক হাবিবুুর রহমান বাপ্পিকে (৩৪) আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের প্রবেশমূখ মানিকছড়ি চেকপোস্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে ওই দিন রাতে কোতয়ালী থানায় হস্তান্তর করে।
পুলিশ জানিয়েছেন, সারা দেশের ন্যায় ডেভিল হান্ট অভিযানে এই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে স্থানীয় লোকজনের একাধিক অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিরীহ অসহায় লোকজনদের বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানিসহ নানা রকম অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, শহরের আলম ডক ইয়ার্ড এলাকার আব্দুল করিম বালি মিস্ত্রির বড় ছেলে সাবেক ছাত্রলীগ নেতা পিকআপ চালক হাবিবুুর রহমান বাপ্পী ফ্যাসিস্ট সরকারের শাসনামলে জেলা বিএনপি দলীয় কার্যালয় সংলগ্নে সাফা টাওয়ারের নিচতলায় ‘আয়না ঘর’ নাম দিয়ে স্থানীয় ব্যবসায়ী, লোকজনদের এনে সেখানে নিয়ে বেঁধে রেখে নির্যাতন চালাতেন। আদায় করতেন মোটা অংকের টাকা। আর টাকা দিতে অপারগতা শিকার করলে অমানবিক নির্যাতন চালাতেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর কয়েক মাস আগে এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিল ভুক্তভোগীরা।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডেভিল হান্ট অভিযানে চালিয়ে শহরের প্রবেশমূখ মানিকছড়ি এলাকা থেকে তাকে আটক করে। এরপর প্রাথমিক চিকিৎসাবাদ শেষে ওই দিন রাতে তাকে থানায় হস্তান্তর করে।