রাঙ্গামা‌টি পার্বত‌্য জেলা প‌রিষদ পূর্নগঠন কেন অ‌বৈধ নয় হাইকো‌টের রুল জারী, ২ সদস‌্যকে দা‌য়িত্ব পাল‌নে বিরত থাকার আদেশ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৪৬ দেখা হয়েছে

রাঙ্গামা‌টি:- রাঙ্গামা‌টি পার্বত‌্য জেলার প্রত্যেক উপ‌জেলা থে‌কে সদস‌্য না নি‌য়ে রাঙ্গামা‌টি পার্বত‌্য জেলা প‌রিষদ পূনগঠন সং‌বিধা‌নের সা‌থে কেন সাংঘ‌র্ষিক নয় এবং পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক রাঙ্গামা‌টি পার্বত‌্য জেলা‌ প‌রিষ‌দের অন্তব‌র্তিকালীন প‌রিষদ পূর্নগঠ‌নের প্রজ্ঞাপনটি(২৯,০০,০০০০,০০০,২১৪,১৮,০০২২,২৪,১১৯, তা‌রিখঃ ০৭ ন‌ভেম্বর’২০২৪‌খ্রিঃ) কেন অ‌বৈধ ঘোষনা করা হ‌বেনা এই ম‌র্মে রুল জারী ক‌রে‌ছে মহামান‌্য হাইকোট। একই সা‌থে রাঙ্গামা‌টি পার্বত‌্য জেলা প‌রিষ‌দের সদস‌্য প্রনতী রঞ্জন খীসা ও রাঙাবী তংচংগা‌কে তা‌দের দা‌য়িত্ব পালন থে‌কে বিরত থাকার আদেশ দি‌য়ে‌ছে। গতকাল র‌বিবার(০৯ মার্চ) মহামান‌্য হাইকো‌টের বিচারপ‌তি ফারাহ মাহবুব ও বিচারপ‌তি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বে‌ঞ্চে এ আদেশ প্রদান করা হয়। উল্লেখ‌্য রাঙ্গামা‌টি পার্বত‌্য জেলার দশ‌টি উপ‌জেলা থে‌কে প্রতি‌নি‌ধি না নেয়া এক সম্প্রদায় থে‌কে নি‌য়ে অন‌্য সম্প্রদায় বলা ,হত‌্যা মামলার আসামী‌কে এবং একই প‌রিবা‌রের একা‌ধিক সদস‌্যকে নি‌য়ে রাঙ্গামা‌টি পার্বত‌্য জেলা প‌রিষদ পূনগঠন ক‌রে পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়। এরই প্রতিবা‌দে রাঙ্গামা‌টির জুড়াছ‌ড়ি,বরকল,কাউখালী ও রাজস্থলী উপ‌জেলার জনসাধারন মি‌ছিল মি‌টিং স্বারক‌লি‌পি পেশ ক‌রে তা‌দের দাবী জা‌নি‌য়ে আস‌ছি‌লো। পরবর্তী‌তে এ চার উপ‌জেলা বাসীরপ‌ক্ষে এ‌্যাড‌ভো‌কেট রাজীব চাকমা, জ‌সিম উদ্দিন, পু‌লিন বিহারী চাকমা ও উথান মারমা মহামান‌্য হাইকো‌টে রিট কর‌লে গতকাল র‌বিবার মহামান‌্য হাই কোট থে‌কে এ আদেশ প্রদান করা হয়। রিটকারীর প‌ক্ষে মামলা প‌রিচালনা ক‌রেন হাইকোট বিভা‌গের আইনজী‌বি মোঃ সুলতাল উদ্দিন,নি‌বোলাস চাকমা,রতন কুমার ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions