শিরোনাম
রাঙ্গামাটির সাজেকে দিনভর গুলিবিনিময়, ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন যতটা দেখায়, মোদী কি ততটা শক্তিধর? এবার বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব হাসান মাহমুদের দোসর আমীর আলীর অত্যাচার থেকে বাঁচতে ভূক্তভোগীদের আকুঁতি রাঙ্গামাটিতে পৌর মাঠ রক্ষায় নাগরিকদের মানববন্ধন খালেদা জিয়া-তারেক রহমানের মামলা নিষ্পত্তি, উজ্জীবিত বিএনপি আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সার্ভিস বন্ধ ঘোষণা ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রাঙ্গামাটির বাঘাইছড়িতে জেএসএস’র সঙ্গে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ’র এক সশস্ত্র সদস্য নিহত

`মামলা-হামলা-ভোটাধিকার হরণের ফল ভোগ করছে আ.লীগ’–রাঙ্গামাটির বাঘাইছড়ি বিএনপি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি,বাঘাইছড়ি;- রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে বটতলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সবুজ মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বিশেষ অতিথিদের মধ্যে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, রাঙামাটি জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সহ সভাপতি মোহাম্মদ হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার সরোয়ার আলম, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সহ সভাপতি আফসার উদ্দিন, পৌর বিএনপির সহ সভাপতি কাজী মোস্তফা, পৌর বিএনপির সহ সভাপতি শাহজাহান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রশিদ সহ পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন জুমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহবায়ক ইউনুস মানিক, সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর তাতীদলের সাধারণ সম্পাদক মোঃ সবুজ, পৌর কৃষক দলের আহবায়ক মোঃ ইব্রাহীম খলিল, পৌর যুবদলের সদস্য সচিব ওমর ফারুক, পৌর যুবদলের আহবায়ক মোঃ নিজাম উদ্দিন।

বিগত আওয়ামী সরকারের সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্মম হামলা ও মামলার প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন করে বক্তারা বলেন, আওয়ামিলীগ শুধু বিএনপির ওপর হামলা মামলা করে ক্ষান্ত হয়নি, তারা কেড়ে নিয়েছে মানুষের ভোটের অধিকার ও বাক স্বাধীনতা। যার ফলে ৫ আগস্ট গণ অভ্যুত্থানের ফল ভোগ করছে তারা। বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা উপজেলা, পৌর, ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে হবে, যারা দুঃসময়ের বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলো তাদের যেন আমরা ভুলে না যাই সে দিকে লক্ষ্য রাখার আহবান জানান। বাঘাইছড়ি উপজেলার যত উন্নয়ন তার সুচনা হয়েছিলো বিএনপি সরকারের সময়ে আগামীতে জাতীয় নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions