শিরোনাম
বিশ্বব্যাংক বিকল্প নির্বাহী পরিচালক এখনো বহাল,ফ্যাসিবাদের প্রেতাত্মা সচিবদের ক্ষমতা! ৯ কারাগারে ৭৫ ভিআইপি বন্দী,আসাদুজ্জামান নূর ও কামাল মজুমদার হাসপাতালে জাতীয় ঐক্যের ডাক সশস্ত্রবাহিনীর সাবেক কর্মকর্তাদের দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ গুরুত্ব পাচ্ছে ২০ বিষয় রাঙ্গামাটি পৌর প্রাঙ্গণে সৌন্দর্য বর্ধনের কাজ বন্ধ, পৌর সম্পদ দখলের ষড়যন্ত্র, ১২ কোটি টাকার টেন্ডারের কাজ পেতে চাপ সৃষ্টি করছে বিএনপি খাগড়াছড়িতে ঘরে ঢুকে নারীকে নৃশংসভাবে হত্যা,স্বর্ণালঙ্কার চুরি শেখ হাসিনা আবারো রাজনীতিতে ফেরার চেষ্টা করছেন! ‘ছাত্র-জনতার ত্যাগ ও রক্তের বিনিময়ে পুলিশকে নতুন করে দেশ গড়ার সুযোগ করে দিয়েছে’–খাগড়াছড়িতে রেঞ্জের ডিআইজ রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসক ও ডিজিএফআই এর কর্নেলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত অবশেষে আপন নীড়ে অসহায় সেই বৃদ্ধ

রাঙ্গামাটিতে এইচএসসি পাসের হার ৬০.৩২ শতাংশ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে এবার এইচএসসি পাসের হার ৬০.৩২ শতাংশ। তুলনামূলক শহরের চেয়ে গ্রামের কলেজগুলো ভাল ফলাফল করেছে। এবার জেলায় মোট পরীক্ষার্থী- ৫ হাজার ৬শ’ ৭০ জন, অংশ নিয়েছে- ৫হাজার ৬শ’১৭ জন, পাস করেছে-৩৩৯৯ জন। ফেল করেছে- ২হাজার ২১৮জন। এবার জিপিএ-৫ পেয়েছে ১০৮জন। অনুপস্থিত ছিল ৫৩ জন। গত বছর পাসের হার ছিল ৮৫.৩৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১৯৫ জন।

রাঙ্গামাটি জেলার সবগুলো কলেজের ফলাফল- রাঙ্গামাটি সরকারি কলেজ মোট পরীক্ষার্থী- ১১৪১ জন, অংশ নিয়েছে ১১২৯ জন, পাস করেছে- ৬৭৮ জন, জিপিএ পেয়েছে- ৩৫ জন। রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ মোট পরীক্ষার্থী-৭০৩ জন, অংশ নিয়েছে- ৬৯৯, পাস করেছে-২৪৬, জিপিএ-৫ নাই। রাঙ্গামাটি পাবলিক কলেজ মোট পরীক্ষার্থী- ২৩১, অংশ নিয়েছে-২২৯জন, পাস করেছে-৭৬ জন, জিপিএ-৫ নাই। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী- ২৫৬ জন, অংশ নিয়েছে- ২৫৫ জন, পাশ করেছে- ২৩১ জন, জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। কুতুকছড়ি মাউরুম কলেজ মোট পরীক্ষার্থী-৬৭ জন, অংশ নিয়েছে- ৬৭ জন, পাশ করেছে- ৪২ জন। কর্ণফুলী সরকারি কলেজ মোট পরীক্ষার্থী- ৬৮৮জন, অংশ নিয়েছে- ৬৮০জন, পাস করেছে- ২৫৬ জন, জিপিএ-৫ নাই। কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী- ১৬৪ জন, অংশ নিয়েছে- ১৬৪, পাশ করেছে-১৬৪ জন ও জিপিএ পেয়েছে- ৪৩ জন। কাউখালী কলেজ মোট পরীক্ষার্থী- ৩৮১ জন, অংশ নিয়েছে- ৩৭৪ জন, পাশ করেছে- ২০২ জন,জিপিএ পেয়েছে-১ জন। ঘাগড়া কলেজ মোট পরীক্ষার্থী-৭৯ জন, অংশ নিয়েছে- ৭৭ জন, পাস করেছে-৫২ জন, জিপিএ-৫ নাই। সৃজণী ট্রাষ্ট স্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী- ১১ জন, অংশ নিয়েছে- ১১ জন, পাস করেছে-৪ জন, জিপিএ-৫ নাই। রাজস্থলী মোট পরীক্ষার্থী- ১৪৪ জন, অংশ নিয়েছে- ১৪২ জন, পাস করেছে- ৫৩ জন, জিপিএ-৫ নাই। বাঙ্গালহালিয়া কলেজ মোট পরীক্ষার্থী- ১৭৪ জন, অংশ নিয়েছে- ১৭১ জন, পাস করেছে- ৬৪ জন, জিপিএ-৫ নাই। বরকল কলেজ মোট পরীক্ষার্থী- ৯৯ জন, অংশ নিয়েছে- ৯৮ জন, পাস করেছে- ৯৬ জন, জিপিএ-৫ নাই। লংগদু সরকারি মডেল কলেজ মোট পরীক্ষার্থী- ২৯১ জন, অংশ নিয়েছে- ২৮৯জন, পাস করেছে- ২১২ জন, জিপিএ-৫ নাই। লংগদু গোলশাখালী বর্ডার গার্ড কলেজ মোট পরীক্ষার্থী- ৩৮ জন, অংশ নিয়েছে-৩৮ জন, পাশ করেছে-৩২ জন, জিপিএ-৫ নাই। নানিয়ারচর সরকারি কলেজ মোট পরীক্ষার্থী-২৪১ জন, অংশ নিয়েছে- ২৩৮জন, পাস করেছে- ১৩০ জন, জিপিএ পেয়েছে- ১জন। কাচালং সরকারি কলেজ মোট পরীক্ষার্থী-৪৬৯ জন, অংশ নিয়েছে-৪৬৮জন, পাস করেছে-৩৯৫ জন, জিপিএ পেয়েছে-৫ জন। শিজক কলেজ মোট পরীক্ষার্থী-৪৪১ জন, অংশ নিয়েছে-৪৩৭ জন,পাস করেছে-৪১৬ জন, জিপিএ পেয়েছে- ৫ জন। জুরাছড়ি শলক কলেজ পরীক্ষার্থী- ৫২জন, অংশ নিয়েছে- ৫১জন, পাস করেছে- ৫০ জন, জিপিএ পেয়েছে-৫ নাই।
আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী- ৪১ জন, অংশ নিয়েছে- ৪০ জন, পাস করেছে- ৩৯ জন, জিপিএ পেয়েছে- ২ জন। লংগদু মাইনী মূখ আলিম মাদ্রাসায় মোট পরীক্ষার্থী- ৫২ জন, অংশ নিয়েছে- ৫২ জন, পাস করেছে- ৪৯ জন,জিপিএ পেয়েছে-৬জন। রাঙ্গামাটি বিএম ইনষ্টিটিউটে মোট পরীক্ষার্থী-২৪৬ জন, অংশ নিয়েছে- ২৪৬ জন, পাস করেছে- ২৩০ জন, জিপিএ-৫ নাই।

জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার বলেন, রাঙ্গামাটি জেলার কোন কলেজে একেবারে ফেল নাই। তবে গতবারের চেয়ে এবার ফলাফল একটু খারাপ হয়েছে। এবার পাসের হার ৬০.৩২ শতাংশ,গতবার পাসের হার ছিল-৮৫.৩৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions