শিরোনাম
রাবিপ্রবি’র মাস্টার প্ল্যান অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ৪ টি অত্যাবশ্যকীয় ভবনের স্থান ও লে-আউট হস্তান্তর কাপ্তাই হ্রদে জলে ভাসা জমিতে ধান রোপণে ব্যস্ত কৃষকরা র‌্যাব বিলুপ্ত করুন : জাতিসংঘ আ. লীগ সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করেছিল আন্দোলনে নৃশংসতা ছিল সাবেক সরকারের পরিকল্পিত কৌশল’– জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ আইন সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান ডেভিল হান্ট: রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক নেতা আটক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বর্জনের ঘোষনা পাহাড়ে দুর্নীতির বরপুত্র দীপংকর তালুকদার অপারেশন ডেভিল হান্ট ৭২ ঘণ্টায় সব মিলিয়ে গ্রেপ্তার ৪,৬০৪

কোটা আন্দোলন শনিবার বিক্ষোভ, রোববার থেকে লাগাতার অসহযোগ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৮৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আগামী রোববারও (৪ আগস্ট) গণমিছিল করার ঘোষণা দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার প্রতিবাদে দ্রোহযাত্রায় অংশ নিয়ে ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগীব নাইম এ ঘোষণা দেন।

এর আগে শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষার্থী-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দ্রোহযাত্রা শুরু হয়। সেটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে।

রাগীব নাইম জানান, রোববারের মধ্যে গ্রেপ্তারদের মুক্তি, কারফিউ তুলে নেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং সরকারের পদত্যাগ করতে হবে। নয়তো রোববার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল বের করা হবে।

এদিকে অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের।

শুক্রবার (২ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘খুলনা, সিলেট, ঢাকায় পুলিশ আমার ভাইদের উপর আবারও গুলি চালিয়েছে, আমরা অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি।’

প্রসঙ্গত, শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। দেশের বিভিন্ন এলাকায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

দাবি আদায়ে রাজধানীতেও গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণমিছিল বের করা হয়। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্মতা জানিয়ে যোগ দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions