বান্দরবান:- বান্দরবানের লামায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে লামা উপজেলায় বড় বড় অর্থশালীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়ে। শেষ পর্যন্ত যাচাই বাচাই করার পর ২ জন চেয়ারম্যান পদ প্রার্থী ১.আওয়ামীলীগ থেকে মোঃ মোস্তফা জামাল, (আনারস) ২.মোঃ জাকের হোসেন মজুমদার (মটর সাইকেল) । ৪.জন ভাইস চেয়ারম্যান,৩.জন মহিলা ভাইস চেয়ারম্যান। প্রার্থী হয়েছেন।
এদিকে লামা উপজেলায় ৪১টি ভোট কেন্দ্র, ৭২টি ওয়ার্ড রয়েছে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করেছে। এছাড়া যৌথবাহীনির মাধ্যমে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এছাড়া জানা-গেছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসন সংঘাত এড়াতে বদ্ধপরিকর। অপরদিকে নির্বাচনী প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে। এই প্রচারনায় কেউ আনারস,কেউ মটর সাইকেল,কেউ তালা,কেউ চশমা,কেউ পানির কল,কেউ উড়োজাহাজ,কেউ ফুটবল,কেউ কলসি,কেউ প্রজাপতি মার্কায় প্রচারণা চালিয়ে লামার প্রত্যেকটি জায়গায় মাইকিংয়ের শব্দে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে, যার অবসান ঘটবে আগামী ২১/৫/২০২৪ইং তারিখে।