শিরোনাম
রাঙ্গামাটিতে মোবাইল কোর্ট একজনকে ৭ দিনের কারাদণ্ড গরিবের চালের তালিকায় শিক্ষক-ব্যবসায়ী-নেতাসহ ১৮০০ সচ্ছল ব্যক্তি ইসরায়েলে ইরানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭, নিখোঁজ ৩৫ ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের, হতাহত দুই শতাধিক রাঙ্গামাটিতে সেনা অভিযানে চাল জব্দ, অবৈধ মজুদের অপরাধে অর্থদণ্ড রাঙ্গামাটির রাজস্থলীতে চার বছর ধরে স্কুল ভবন নির্মাণ কাজ বন্ধ বান্দরবানে তিন পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট’র এডমিন বর্ষা গ্রেফতার রাঙ্গামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খাগড়াছড়িতে নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে শিশু নিখোঁজ রাঙ্গামাটিতে মোবাইল কোর্ট আটক-১

বান্দরবানে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৫ নেতা বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৯৩ দেখা হয়েছে

বান্দরবান:- উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে অংশ নেওয়ায় বান্দরবানে বিএনপির ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য মিলেছে।

বহিষ্কৃত নেতারা হলেন-বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মহিলা দলের সাবেক সভাপতি হামিদা চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, আলীকদম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. রিটন, বান্দরবান জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও আলীকদম উপজেলা বিএনপির সদস্য শিরীন আক্তার এবং লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকের হোসেন মজুমদার।

চিঠিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বান্দরবান জেলার সভাপতি মা ম্যা চিং ও সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজার কাছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা জানান, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ির ৫ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, এ বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত।

প্রসঙ্গত: আগামী ৮মে বান্দরবান সদর ও আলীকদম উপজেলা পরিষদ এবং ২১ মে লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর এ উপলক্ষে প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions