শিরোনাম
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনও আক্রমণের মুখে-সম্পাদক পরিষদের বিবৃতি ফের নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ভারতে পালিয়ে সাব্রুম পুলিশের হাতে গ্রেফতার খাগড়াছড়ির রামগড়ের হিন্দু পরিবার রাঙ্গামাটির কেপিএম কয়লারডিপু বসতঘরে অগ্নিকাণ্ড, ক্ষতি ২ লাখ টাকা খাগড়াছড়িতে আকস্মিক ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বজ্রপাতে নিহত ২ আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল রাঙ্গামাটির সাজেক পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে আজ নতুন পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই-আগস্ট অভ্যুত্থান,গুরুত্ব পাচ্ছেন শেরেবাংলা, ভাসানী ও জিয়া হোয়াইট হাউস কার? আজ যুক্তরাষ্ট্রে নির্বাচন,প্রথম নারী প্রেসিডেন্ট নাকি ট্রাম্পের দ্বিতীয়বার

হঠাৎ এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৮৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- এফডিসিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সেখানকার পরিস্থিতি এখন উত্তপ্ত।

অনুষ্ঠান শেষে মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় চলছিল মিলাদ ও দোয়া। পরে আগতদের মাঝে চলছিল মিষ্টি বিতরণ। কিছু বুঝে উঠার আগেই দৃশ্যপটে হাজির খলনায়ক শিবাসানুসহ বেশ কজন নামকরা তারকা। তারা অকথ্য ভাষায় গালাগাল করছিলেন এবং উপস্থিত সাংবাদিকদের ওপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিচ্ছিলেন।

সিনেমার দৃশ্যে নায়ক আর খলনায়ক বিপরীত মেরুর হলেও সাংবাদিক পেটাতে এক হয়ে যায় দুই মেরুর অভিনেতারা। মুহূর্তেই শিল্পী সমিতির সামনের ফুলবাগানসহ এফডিসিজুড়ে তৈরি হয় রণক্ষেত্র। নায়ক আর খলনায়কদের হামলায় আহত হন ২০ জনের বেশি সাংবাদিক ও ইউটিউবার।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে হঠাৎ এমন কী হলো যে, শিল্পী সাংবাদিকরা প্রকাশ্যে জড়ালেন মারামারিতে?

একাধিক সূত্র জানিয়েছে, মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছিলেন একসময়ের আলোচিত সমালোচিত চিত্রনায়িকা ময়ুরী ও তার মেয়ে। এক ইউটিউবার ময়ুরীর মেয়েকে মায়ের অতীত নিয়ে আপত্তিকর প্রশ্ন করায় তেলে বেগুনে ক্ষেপে যান খলনায়ক শিবাসানু। মুহূর্তেই উপস্থিত শিল্পীদের একটি অংশ এর প্রতিবাদ করে ওই ইউটিবারকে প্রথমে বের করে দিতে চাইলে শুরু হয় কথার লড়াই। তারপর ক্ষিপ্ত হয়ে শিল্পীরা পেটাতে শুরু করেন ওই ইউটিউবারকে। উপস্থিত সংবাদিকরা এই ঘটনায় বাধা দিলে বাড়ে উত্তেজনা। খানিক বাদে বেশ কয়েকজন সাংবাদিকও জড়িয়ে পড়েন বিবাদে। উত্তেজনায় বাড়ে সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এফডিসি।

দুই পক্ষের মারামারির মধ্যেই ঢুকে পড়েন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর। পরিস্থিতি স্বাভাবিক করতে নিজের জীবন বাজি রেখেই চেষ্টা করেন দুই পক্ষকেই নিবৃত করার। কিন্তু ততক্ষণে এফডিসিজুড়ে ছড়িয়ে পরে হৈ হুল্লুর আর সংঘাত।

সাংবাদিকরা জানান, শিল্পী সমিতির আমন্ত্রণেই তারা শপথ অনুষ্ঠান কভার করতে গিয়েছিলেন। ডেকে নিয়ে এভাবে মারধর করা হবে সেটা প্রত্যাশিত ছিল না গণমাধ্যমকর্মীদের। সহকর্মীদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি জানান তারা।

শিল্পীদের হামলায় এফডিসিতে রক্তাক্ত হন বেশ কয়েকজন সাংবাদিক। ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, এই হামলার পেছনে বেশ কয়েকজন শিল্পীও জড়িত।

এফডিসিতে শিল্পীদের এমন তাণ্ডরের পর সিনেমার শেষ দৃশ্যের মতোই আগমন ঘটে পুলিশের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

এদিকে সাংবাদিকদের হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৫ দফা দাবি তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা। হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions