ঈদের ছুটিতে সড়কে ঝরল ৭৪ প্রাণ,বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দেশের বিভিন্ন স্থানে ঈদের ছুটিতে সড়কে প্রাণ হারিয়েছেন ৭৪ জন। এরমধ্যে বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনা। ৩৫ জনই মারা গেছেন এমন দুর্ঘটনায়। এছাড়া বাস-ট্রাকের সংঘর্ষ, সিএনজি অটোরিকশা উলটে, মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে, বাস চাপায় এবং দুই বাসের সংঘর্ষসহ নানাভাবে বাকিদের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজধানী ঢাকায় মারা গেছেন ৭ জন। ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় ৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৮ জন, চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪ জন, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩ জন, চুয়াডাঙ্গায় ৪ জন, সিলেটের জকিগঞ্জে ৪ জন, রাজশাহীর বাঘায় ৩ জন, নড়াইলে ৩ জন, নেত্রকোনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ১৮ জেলায় সড়ক দুর্ঘটনায় বাকি ২৬ জনের মৃত্যু হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ময়মনসিংহ : পৃথক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৯ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের ল্যাংড়াবাজারে ৯ এপ্রিল বেলা ১২টায় বাসের সঙ্গে যাত্রীবাহী মাহেন্দ্র’র সংঘর্ষে ঘটনাস্থলে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার দিঘীরপাড় গ্রামের গার্মেন্টকর্মী লুৎফর রহমান (৩০), তার স্ত্রী শাহনাজ (২৫) ও ছেলে মাহিত (৪) মারা যায়। আরেক ছেলে মোজাহিদ (৬) গুরুতর আহত হয়েছে। তারা ভালুকার মাস্টারবাড়ী থেকে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। একই দিন ত্রিশাল-বালিপাড়া সড়কে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ত্রিশাল উপজেলার কাজিরকান্দা গ্রামের নাসিমা বেগম (৩৫) ও জিহাদ মিয়া (২৪) মারা যান। একই দিন ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নান্দাইল উপজেলার আপেল মিয়া (৩০) ও মারুফ হোসেন (১৮) মারা গেছেন। ময়মনসিংহ-ফুলপুর সড়কের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় আবুল বাশার (৬০) নামে এক পথচারী নিহত হন। এছাড়া রোববার বিকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুরে মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে উলটে শিশু জ্যোতি আক্তার (৭) মারা যায়।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : পৃথক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরী ঘাটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালকসহ দু’জনের মৃত্যু হয়। তারা হলেন- চালক মো. নুরুন নবী শিমুল (২৪) ও বাসযাত্রী গৌতম নাথ (৫০)। শনিবার রাতে সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া ও ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা তিনটি কারের ওপর পড়ে। এতে শাহাদাত হোসেন (১৩) নামে এক শিশু মারা যায়। আহত হন ৫ জন। একই সময় বানুর বাজারে লরি চাপায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া : পাকুন্দিয়ায় বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের সংঘর্ষে নাঈম (২৮) নামে এক সৌদি প্রবাসী এবং শরীফ ও ফাহিম (২৩) নামে তিন যুবকের মৃত্যু হয়েছে। এ সময় নিহত শরীফের বোন লিজা (২৩) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলার বরাটিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাঈম উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের শহীদুল্লাহর ছেলে, ফাহিম পোড়াবাড়িয়া ডেওয়াবাড়ির আবু বক্করের ছেলে এবং শরীফ একই উপজেলার পাইক লক্ষ্মীয়া গ্রামের আবুল কালামের ছেলে।

নড়াইল : ঈদের দিন রাত ৮টার দিকে নড়াইল-ঢাকা মহাসড়কের ডৌয়তলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুপারি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হন। তারা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের আসাদ মাতুব্বরের ছেলে আলসাফ মাতুব্বর (২২) ও নড়াইলের লক্ষ্মীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে পথচারী তরিকুল শেখ (৪৫)। এ সময় ৫ জন আহত হয়েছেন। এছাড়া শনিবার নড়াইল-ঢাকা মহাসড়কের ঘোষবাড়ি এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তপু ঘোষ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

কলমাকান্দা (নেত্রকোনা) : ঈদের নামাজ শেষে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনের মৃত্যু হয়। তারা হলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়ড়া গ্রামের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৪), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম মিয়া (২২), হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর মিয়ার ছেলে নবী হোসেন (৩৫)।

কালিয়াকৈর (গাজীপুর) : বলিয়াদি আঞ্চলিক সড়কে সোমবার বিকালে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা হলেন- আশুলিয়ার নুরুল ইসলাম খন্দকারের ছেলে সফিকুল ইসলাম ও নুরুল আমিন খন্দকারের ছেলে রায়খান খন্দকার। এ সময় আহত হয়েছেন অপর বন্ধু। এর আগে রোববার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় রোববার রাতে বাসের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন-উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে আসিফ হোসেন হৃদয় (৩০) ও তার স্ত্রী তানজিন বকশী (২২)।

চুয়াডাঙ্গা : আলমডাঙ্গা উপজেলার পারলক্ষ্মীপুর গ্রামে শনিবার মোটরসাইকেল উলটে দুই বন্ধু খালিদ হোসেন ও তামিম হোসেন মারা গেছেন। এ সময় অপর বন্ধু সজিব আলী গুরুতর জখম হন। রোববার আলমডাঙ্গার কুলপালা গ্রামে ভটভটি চাপায় নিহত হন বৃদ্ধ ইখতার মণ্ডল। এছাড়া ঈদের দিন দোস্তবাজারের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের শাহ জামালের ছেলে যুবক শামীম হোসেন নিহত হয়েছেন।

জকিগঞ্জ (সিলেট) : জকিগঞ্জে শুক্রবার দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত কলেজছাত্র মিলন আহমদ (১৮) রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যরা হলেন-আদিল হোসাইন (২১), জাকারিয়া আহমদ (২০) ও রেদওয়ান আহমদ ফুয়াদ (১৮)। এরমধ্যে ফুয়াদ ছাড়া অন্য তিনজন বন্ধু।
নাগরপুর (টাঙ্গাইল): নাগরপুরে সোমবার সন্ধ্যায় ট্রাকচাপায় মো. হাবিবুর রহমান (৩৫) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : বিজয়নগর উপজেলায় ঈদের আগের ২৪ ঘণ্টায় পৃথক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এরমধ্যে ছয়জন ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে, বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এক শিশু ও ভিটিদাউদপুর গ্রামে এক যুবক দুর্ঘটনায় মারা যান।

বাঘা (রাজশাহী) : শুক্রবার সন্ধ্যায় উপজেলার পদ্মার ধারে সড়কঘাট এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে রনি শেখ (২৪) ও রাজু আহমেদ (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আরেকজন আহত হয়েছেন। এছাড়া রোববার বিকালে বাঘা সুলতানপুর-বিলমাড়িয়া সড়কের মহারাজপুর নামকস্থানে পাওয়ার ট্রলির সঙ্গে ধাক্কায় সেনা সদস্য আশরাফুল ইসলাম বিপুল (৪৫) নিহত হয়েছেন।

বানারীপাড়া (বরিশাল) : বানারীপাড়ায় শুক্রবার দুপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাসচাপায় নাছির উদ্দিন নামে এক মোটরসাইকেলচালক (৪০) নিহত হয়েছেন।
মীরসরাই (চট্টগ্রাম) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে শুক্রবার সকালে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. জানে আলম চৌধুরী (৭০) নিহত হয়েছেন। তিনি মীরসরাই সদর ইউনিয়নের মৃত হাফেজ আহম্মদের ছেলে।

গৌরনদী (বরিশাল) : গৌরনদীতে ৯ এপ্রিল ঢাকাগামী যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উজিরপুর উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের হাবুল সরদারের ছেলে উজ্জল সরদার (৩২) ও বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মো. দ্বীন ইসলাম (২২)।
ফটিকছড়ি (চট্টগ্রাম) : নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কুম্ভারপাড়ায় শুক্রবার বিকালে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে আব্দুর রহমান (১৭) ও মোস্তাকিম (১৪) নামে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

কাউনিয়া (রংপুর) : ১০ এপ্রিল রাতে বাড়ি থেকে টেপামধুপুর হাটে মোটরসাইকেলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মারা যান ডিশ ব্যবসায়ী এনামুল হক।

মেহেরপুর : মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে গাংনীর শুকুরকান্দি এলাকায় রোববার মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে মোটরসাইকেলচালক হেলাল উদ্দীন (২৪) নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী জুঁই, শ্যালক জীবন হোসেনসহ চারজন আহত হয়েছেন।

লালপুর (নাটোর) : মহারাজপুর গ্রামে রোববার মোটরসাইকেল ও পাওয়ার ট্রলির সংঘর্ষে বিপুল হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
চরফ্যাশন দক্ষিণ (ভোলা) : নুরাবাদ মাদ্রাসার বাজার পূর্ব পাশে রোববার মোটরসাইকেলের ধাক্কায় নুরাবাদ গ্রামের আবদুল মোতালেব হাওলাদার (৯০) নিহত হয়েছেন।
চাটখিল (নোয়াখালী) : চাটখিল উপজেলার মল্লিকা দিঘীরপাড় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল হাকিম (৫৩) শনিবার সকালে খিলপাড়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

অভয়নগর (যশোর) : বাঘুটিয়ার শিবনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চালক সাফিনুর খান (৪৫) নিহত হয়েছেন। ঈদের দিন বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
ভোলা : জেলা সদরের রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে মালবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে জাহাঙ্গীর (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন ৩ জন।
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া-পটুয়াখালী সড়কের টিয়াখালীর বিশকানিতে সিএনজি অটোরিকশা উলটে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তারা হলেন- বরগুনার বড়ইতলার আবজাল হোসেন (৬০) ও বেতাগী উপজেলার গাবতলীর জাকারিয়া (২৩)।

বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে শনিবার রাতে ট্রাকচাপায় গোলাম মোস্তফা আজাদ (৬০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। তিনি উপজেলার কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের মৃত সোনা মিয়া চেয়ারম্যানের ছেলে।

চুনারুঘাট (হবিগঞ্জ) : পরিবারের সঙ্গে মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাওয়ার পথে বাহুবলে মাইক্রোবাস উলটে প্রাণ গেছে চুনারুঘাটের নিহা আক্তার (৬) নামের এক শিশুর। শনিবার দুপুরে এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

কাঁঠালিয়া (ঝালকাঠি) : ভান্ডারিয়া-কাঁঠালিয়া আঞ্চলিক মহাসড়কে সোমবার বাস চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আবু তালুকদার উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : রহনপুর-আড্ডা সড়কের ধুলাউড়ী নামক স্থানে ঈদের দিন সিএনজি অটোর সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে ফয়সাল নামে এক কিশোর নিহত হয়েছেন।

গাইবান্ধা : গোবিন্দগঞ্জে রোববার দুপুরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোর আরও ৩ যাত্রী আহত হন।

বড়াইগ্রাম (নাটোর) : পৃথক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ও শুক্রবার রাতে উপজেলার বনপাড়া পৌর শহরের হারোয়া ও গুনাইহাটিতে এ দুটি দুর্ঘটনা ঘটে। যুগান্তর

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions