ডেস্ক রির্পোট:- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিরোধী দল দমনের নির্দেশ দিয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন। তাঁর অর্থবিত্ত গড়ার কাহিনি আলিফ-লায়লার কাহিনিকেও হার মানিয়েছে।
রবিবার (৩১ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) উদ্যোগে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে আজ রবিবার দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে-বিদেশে বেনজীরের গড়া স্বর্গরাজ্য, বেহেশতখানা ও প্রচুর অর্থবিত্তের কাহিনি আলিফ-লায়লার কাহিনিকে হার মানিয়েছে।
’ তিনি অভিযোগ করেন, বেনজীর আহমেদ প্রকাশ্যে বিরোধীদলীয় নেতাকর্মী হত্যার নির্দেশ দিয়েছেন।
তিনি জানান, বেনজীরের নির্দেশে তাদের নেতাকর্মীদের রক্তাক্ত কায়দায় দমন করা হয়েছে। বিরোধী নেতাকর্মীদের হত্যার মাধ্যমে হাত রঞ্জিত করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও বাহিরে সাদ্দাদের বেহেশতখানা তৈরি করেছেন তিনি। ছেলে-মেয়ে-স্ত্রী ও আত্মীয়-স্বজনের নামে সম্পদ গড়ার খবর এক এক করে বের হয়ে হচ্ছে, এখন পত্রপত্রিকায় খবর আসছে।
বেনজীর আহমেদের নেতিবাচক ভূমিকার কথা তুলে ধরে বিএনপি নেতা বলেন, ‘বেনজীর আহমেদ ছিলেন পুলিশের আইজি, ছিলেন ঢাকার পুলিশ কমিশনার। বিরোধী দলের আন্দোলন শুরু হলেই পুলিশ-র্যাবকে উদ্দেশ করে বলেন, আপনার বন্দুকের গুলি কি পকেটে রাখার জন্য দেওয়া হয়েছে? অর্থাৎ প্রকাশ্যে পুলিশ-র্যাবকে বিএনপি নেতাকর্মীদের, গণতন্ত্রকামী মানুষদের হত্যার জন্য নির্দেশ দিতেন বেনজীর সাহেব। বিরোধী দলের নেতাকর্মীদের গুম ও হত্যার ভয় দেখিয়ে যে মুক্তিপণ আদায় করা হতো তার ভাগ পেতেন বেনজীর।’
রুহুল কবির রিজভী বলেন, ‘বেনজীরের প্রত্যক্ষ নির্দেশে বহু গুম ও খুন হয়েছে।
এই ব্যক্তির তাণ্ডবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অনেক নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, সমাধিস্থ হয়েছেন। ছাত্রদল নেতা জনিসহ অনেক নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে।’
অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।