সম্পদের পাহাড়

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৭ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- ২০০৫ সালে ‘ম্যায়নে পেয়্যার কিউঁ কিয়া’ সিনেমায় অভিনয় করেই সকলের নজরে আসেন ক্যাটরিনা কাইফ। বলিউডে দেখতে দেখতে প্রায় দুই দশক কাটিয়ে দিয়েছেন তিনি। নিজের পরিশ্রম আর যোগ্যতা দিয়ে ইন্ডাস্ট্রিতে জায়গা শক্ত করেছেন। কাজ ও ব্যবসা করে সম্পত্তির পাহাড় গড়েছেন এই নায়িকা। ক্যাটরিনার ক্যারিয়ারের ঝুলিতে ব্যবসা-সফল সিনেমার অভাব নেই। পারিশ্রমিকের দিক থেকেও অনেককেই ছাপিয়ে গিয়েছেন। বর্তমানে ক্যাটরিনার মোট সম্পত্তির পরিমাণ ২২৪ কোটি রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯০ কোটি। ক্যাটরিনা বার্ষিক যত টাকা রোজগার করেন, তার বেশির ভাগেরই উৎস সিনেমা। কিন্তু সেটাই একমাত্র নয়। অভিনয় ছাড়াও আরও অনেক কাজ করেন তিনি।

যেখান থেকেও মোটা টাকা আয় করেন। ক্যাটরিনার প্রসাধনী সংস্থা ‘কে বিউটি’র কথা অনেকেই জানেন। ২০১৯ সালে প্রথম বাজারে আসে এই প্রতিষ্ঠান। ২০২২ সালের একটি প্রতিবেদন জানাচ্ছে, মাত্র তিন বছরের মধ্যেই ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩২ কোটি টাকা) ঘরে তুলেছে এই প্রতিষ্ঠানটি। নিজের প্রতিষ্ঠান ছাড়াও সম্প্রতি অন্য একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন ক্যাটরিনা। সেখান থেকেও বছরে মোটা অঙ্কের অর্থ জমা হয় ব্যাংকে। এ ছাড়া ইনস্টাগ্রামে অন্যান্য প্রতিষ্ঠানের হয়ে প্রচারও করেন তিনি। সূত্রের খবর, প্রচারমূলক কাজের জন্য ৮০ লাখ থেকে এক কোটি পারিশ্রমিক নেন ক্যাটরিনা। বেশ কিছু বড় সংস্থার শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেন তিনি। সেখান থেকেও মোটা অঙ্কের অর্থ আয় করেন এ নায়িকা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions