শিরোনাম
খাগড়াছড়িঃ সংঘাত থেকে শুরু হোক শান্তির পদযাত্রা। আওয়ামী লীগ জাপাসহ ১১ দলের কার্যক্রম বন্ধ চেয়ে রিট মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ২৫২ এসআইকে অব্যাহতির প্রসঙ্গ পার্বত্য টাস্কফোর্সে ফ্যাসিস্ট হাসিনার নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও কর্মকর্তারা বহাল তবিয়তে কোন জাদুতে সওজের কাজ বাগাল অনভিজ্ঞ এনডিই,প্রাক-অনুসন্ধান শুরু করেছে দুদক পদোন্নতির হাওয়া বইছে প্রশাসনে, এসএসবির টেবিলে ৮৫০ নথি সাবেক ডিএমপি কমিশনার ফারুকের ৩ হাজার কোটি টাকার সম্পদ! বিশ্বের বহু পলাতক স্বৈরশাসক টাকা দিয়ে রাজনীতিতে ফিরেছে,হাসিনার শক্তি পাচারের টাকা পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটি ও ৫ নভেম্বর থেকে খাগড়াছড়ি খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামের ১৬ আসনে ভোটগ্রহণ শুরু, উপস্থিতি কম

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ দেখা হয়েছে

চট্টগ্রাম:- চট্টগ্রামে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৫ প্রার্থী। নির্বাচনে মোট ৬৩ লাখ ৭ হাজার ৯৯৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

রবিবার সকাল ৮ থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
শীতের সকাল হওয়ায় ভোটগ্রহণ শুরুর প্রাক্কালে ভোটার উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নির্বাচন নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি কোনও ধরনের ঝামেলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি টহলে রয়েছে র‌্যাবের টিম। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রটরা নির্বাচনে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম ১৬ আসনে মোট ভোট কেন্দ্র ২ হাজার ২৩টি। এর মধ্যে চট্টগ্রাম নগরের ৬টি আসনের রয়েছে ৬৬০টি কেন্দ্র ও উপজেলার ১০টি আসনে রয়েছে ১ হাজার ৩৬৩টি কেন্দ্র। মোট ভোটার সংখ্যা ৬৩ লাখ ৭ হাজার ৯৯৫ জন। এর মধ্যে ৩২ লাখ ৮২ হাজার ২৫৫ জন পুরুষ ও ৩০ লাখ ২৪ হাজার ৬৮৪ জন নারী।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ৩ লাখ ৬৬ হাজার ৪৬৪ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৪ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) ২ লাখ ৪১ হাজার ৯০৭ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) চার লাখ ২৭ হাজার ১৭২ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ৪ লাখ ৭৪ হাজার ৪৫৫ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) ৩ লাখ ১৬ হাজার ৯২০ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ৩ লাখ ৩১ হাজার ৯১ জন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) ৫ লাখ ১৫ হাজার ৪৭৩ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) ৪ লাখ ৯ হাজার ৫৭৬ জন, চট্টগ্রাম-১০ (খুলশি, পাহাড়তলী, হালিশহর) ৪ লাখ ৮৫ হাজার ৯৯০ জন, চট্টগ্রাম-১১ (পতেঙ্গা, বন্দর) ৫ লাখ ১ হাজার ৮৪৮ জন, চট্টগ্রাম-১২ (পটিয়া) ৩ লাখ ২৯ হাজার ৪২৮ জন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) ৩ লাখ ৫৬ হাজার ৮৬৪ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ২ লাখ ৮৮ হাজার ১২২ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) ৪ লাখ ৫৮ হাজার ৪০৩ জন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) ৩ লাখ ৬৫ হাজার ৭৯৫ জন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions