দেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে: চরমোনাই পীর

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২০৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘দেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতায় টিকে থাকা ও ক্ষমতাসীন হওয়ার লড়াই চলছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে।’

আজ শনিবার সকালে বরিশার সদর উপজেলায় চরমোনাই পীরের দরবার শরীফে তিন দিনব্যাপী অগ্রহায়ণ মাসের মাহফিলের শেষ দিনে তিনি এসব কথা বলেন। আখেরী মোনাজাতের মধ্যদিয়ে আজ এ মাহফিল শেষ হয়েছে।

চরমোনাই পীর বলেন, ‘মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি কাজ করছে।’

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যেই চরমোনাইয়ে গত বুধবার থেকে শুরু হয় তিন দিনব্যাপী এ বার্ষিক ওয়াজ মাহফিল। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে পীরের বাড়ির মাদ্রাসায় বছরে দুটি তিনদিনের মাহফিল অনুষ্ঠিত হয়। এটি অগ্রহায়ণ মাসের মাহফিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও জাতীয় সরকারের দাবিতে আন্দোলন করে আসছে ইসলামী আন্দোলন। দলটি বিএনপি-জামায়াতের কর্মসূচিতে পূর্ণ সমর্থনও দিয়েছে। বিএনপি-জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল ধারাবাহিকভাবে অবরোধ-হরতাল কর্মসূচি পালন করলেও পীরের দল তাতে সমর্থন জানিয়েছে। তবে তারা কেবল মিছিল-সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ আছে। এমন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে এবারের বার্ষিক মাহফিল করেছেন চরমোনাই পীর।

আজ শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে ২০ মিনিটের মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন ও সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions