শিরোনাম
লক্ষীছড়ির ডিপি পাড়ায় এক দরিদ্র কৃষক সন্ত্রাসীর হাতে মারধরের শিকার রাঙ্গামাটিতে সপ্তম শ্রেণীর প্রশ্নে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’! !বিতর্কের সৃষ্টি রাঙ্গামাটিতে পুলিশী অভিযানে আ:লীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার বান্দরবানে সেনা অভিযানে কমান্ডারসহ ২ সদস্য নিহত ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশ রাঙ্গামাটিতে বিচারকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু বাসায় মৃতদেহ উদ্ধার আদালতে সাবেক সিইসি নুরুল হুদার দায় স্বীকার মুক্তি পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দি রাঙ্গামাটিতে দুই অটোরিকশার সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

বান্দরবানের আলীকদমে গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ চেকপোস্ট কেএনএফের হামলা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩০৮ দেখা হয়েছে

বান্দরবান: বান্দরবানের থানচি থানা, বাজার এলাকা ও বিজিবি পোস্টেে ৪ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টায় ঘন্টা ধরে হামলার ৪ ঘন্টা পর গভীর রাতে আলীকদম সেনাবাহিনী ও পুলিশ চেকপোস্টে হামলা চালিয়েছেন কেএনএফ সদস্যরা। বৃহস্পতিবার রাত ১টার দিকে আলীকদম-থানচি সীমান্তে ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় ওই চেকপোস্টে এ হামলা চালায়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সন্ত্রাসীরা গাড়ি চালিয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট ভেঙে দেওয়ার চেষ্টা করে। এ সময় তল্লাশি চৌকিতে থাকা পুলিশ-সেনা সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।’

উভয়পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয়েছে বলে জানান তিনি।

সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় কেএনএফ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ ও সেনাবাহিনীর কোন সদস্য হতাহত হয়নি বলে জানিয়েছেন ওসি তবিদুর রহমান। আমরা অ্যালার্ট আছি।’

এর আগে রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের থানচি বাজার এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে কেএনএফ সদস্যদের ঘন্টা ধরে কয়েক শতাধিক রাউন্ড গোলাগুলি হয়।

থানচি বাজার ও আশেপাশের এলাকায় গোলাগুলি শুরু হলে পুলিশ ও বিজিবির সাথে সেনাবাহিনী যোগ দেয়। পরে এক ঘণ্টা পর রাত প্রায় সাড়ে ৯টার দিকে গোলাগুলি থামে। এরপর গভীর রাতে আলীকদম সেনাবাহিনী ও পুলিশ চেকপোস্ট কেএনএফ সদস্যরা হামলা করে।

এ দিকে রুমা উপজেলা সোনালী ব্যাংক হামলা করে ব্যাংক ম্যানেজারকে অপহরণ , পরদিন ভরদুপুরে থানচি উপজেলা সোনালী ও কৃষি ব্যাংক হামলা করে টাকা লুট, থানচি বাজারে গুলাগুলি, সর্বশেষ আলীকদম সেনাবাহিনী ও পুলিশ যৌথ চেকপোস্টে কেএনএফ কতৃক হামলার পর বান্দরবানবাসী নিরাপত্তা নিয়ে চরম আতংক ও উৎকন্ঠার মধ্যে রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions