শিরোনাম
রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যাত্রা শুরু উন্নয়ন কার্যক্রম ব্যাহত করছে আঞ্চলিক কিছু সশস্ত্র সংগঠন: রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিকে মাদকমুক্ত রাখার দাবিতে মানববন্ধন পুলিশ সদস্যরাই মাদক পাচারে যুক্ত, কেউ করেছেন ডুপ্লেক্স বাড়ি, কেউ হোটেল,ওসি শহিদুলের মাদকসংশ্লিষ্টতা পুলিশের তদন্তে উঠে এসেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পাহাড় কাটার দায়ে পরিবেশ অধিদপ্তরের মামলা রাঙ্গামাটির চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান সংঘদান রাঙ্গামাটিতে দেড় দশকে বন্যহাতির আক্রমণে ৩৬ জনের মৃত্যু অন্তর্বর্তী সরকারের ষোলো মাস,উপদেষ্টা পরিষদের ৫১ বৈঠক ও ৮১টি অধ্যাদেশ প্রণয়ন জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী,রাঙ্গামাটিতে সর্বমিত্র চাকমা বা ফরহাদ,খাগড়াছড়িতে সাদিক কায়েম,বান্দরবনে খোঁজা হচ্ছে উপজাতি প্রার্থী যেভাবে ফাঁদে পড়েন প্রভা

বান্দরবানের আলীকদমে গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ চেকপোস্ট কেএনএফের হামলা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩৬২ দেখা হয়েছে

বান্দরবান: বান্দরবানের থানচি থানা, বাজার এলাকা ও বিজিবি পোস্টেে ৪ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টায় ঘন্টা ধরে হামলার ৪ ঘন্টা পর গভীর রাতে আলীকদম সেনাবাহিনী ও পুলিশ চেকপোস্টে হামলা চালিয়েছেন কেএনএফ সদস্যরা। বৃহস্পতিবার রাত ১টার দিকে আলীকদম-থানচি সীমান্তে ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় ওই চেকপোস্টে এ হামলা চালায়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সন্ত্রাসীরা গাড়ি চালিয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট ভেঙে দেওয়ার চেষ্টা করে। এ সময় তল্লাশি চৌকিতে থাকা পুলিশ-সেনা সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।’

উভয়পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয়েছে বলে জানান তিনি।

সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় কেএনএফ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ ও সেনাবাহিনীর কোন সদস্য হতাহত হয়নি বলে জানিয়েছেন ওসি তবিদুর রহমান। আমরা অ্যালার্ট আছি।’

এর আগে রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের থানচি বাজার এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে কেএনএফ সদস্যদের ঘন্টা ধরে কয়েক শতাধিক রাউন্ড গোলাগুলি হয়।

থানচি বাজার ও আশেপাশের এলাকায় গোলাগুলি শুরু হলে পুলিশ ও বিজিবির সাথে সেনাবাহিনী যোগ দেয়। পরে এক ঘণ্টা পর রাত প্রায় সাড়ে ৯টার দিকে গোলাগুলি থামে। এরপর গভীর রাতে আলীকদম সেনাবাহিনী ও পুলিশ চেকপোস্ট কেএনএফ সদস্যরা হামলা করে।

এ দিকে রুমা উপজেলা সোনালী ব্যাংক হামলা করে ব্যাংক ম্যানেজারকে অপহরণ , পরদিন ভরদুপুরে থানচি উপজেলা সোনালী ও কৃষি ব্যাংক হামলা করে টাকা লুট, থানচি বাজারে গুলাগুলি, সর্বশেষ আলীকদম সেনাবাহিনী ও পুলিশ যৌথ চেকপোস্টে কেএনএফ কতৃক হামলার পর বান্দরবানবাসী নিরাপত্তা নিয়ে চরম আতংক ও উৎকন্ঠার মধ্যে রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions