বান্দরবান: বান্দরবানের থানচি থানা, বাজার এলাকা ও বিজিবি পোস্টেে ৪ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টায় ঘন্টা ধরে হামলার ৪ ঘন্টা পর গভীর রাতে আলীকদম সেনাবাহিনী ও পুলিশ চেকপোস্টে হামলা চালিয়েছেন কেএনএফ সদস্যরা। বৃহস্পতিবার রাত ১টার দিকে আলীকদম-থানচি সীমান্তে ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় ওই চেকপোস্টে এ হামলা চালায়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সন্ত্রাসীরা গাড়ি চালিয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট ভেঙে দেওয়ার চেষ্টা করে। এ সময় তল্লাশি চৌকিতে থাকা পুলিশ-সেনা সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।’
উভয়পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয়েছে বলে জানান তিনি।
সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় কেএনএফ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ ও সেনাবাহিনীর কোন সদস্য হতাহত হয়নি বলে জানিয়েছেন ওসি তবিদুর রহমান। আমরা অ্যালার্ট আছি।’
এর আগে রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের থানচি বাজার এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে কেএনএফ সদস্যদের ঘন্টা ধরে কয়েক শতাধিক রাউন্ড গোলাগুলি হয়।
থানচি বাজার ও আশেপাশের এলাকায় গোলাগুলি শুরু হলে পুলিশ ও বিজিবির সাথে সেনাবাহিনী যোগ দেয়। পরে এক ঘণ্টা পর রাত প্রায় সাড়ে ৯টার দিকে গোলাগুলি থামে। এরপর গভীর রাতে আলীকদম সেনাবাহিনী ও পুলিশ চেকপোস্ট কেএনএফ সদস্যরা হামলা করে।
এ দিকে রুমা উপজেলা সোনালী ব্যাংক হামলা করে ব্যাংক ম্যানেজারকে অপহরণ , পরদিন ভরদুপুরে থানচি উপজেলা সোনালী ও কৃষি ব্যাংক হামলা করে টাকা লুট, থানচি বাজারে গুলাগুলি, সর্বশেষ আলীকদম সেনাবাহিনী ও পুলিশ যৌথ চেকপোস্টে কেএনএফ কতৃক হামলার পর বান্দরবানবাসী নিরাপত্তা নিয়ে চরম আতংক ও উৎকন্ঠার মধ্যে রয়েছে।