রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ২৬ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ বিশাখা তনচংগ্যা নামে একজনকে আটক করা হয়েছে। তিনি কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর দেবতাছড়ি (ছোট পাগলী) গ্রামের বাসিন্দা বলে জানান কাপ্তাই থানার ওসি আবুল কালাম।
তিনি আরও জানান, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মু: সাইফুল ইসলামের নির্দেশনায় থানার এসআই আল-আমিন, সঙ্গীয় এসআই নাজমুল হাসান, এএসআই মোঃ লিটন মিয়া, এএসআই মোঃ রবিউল আলম সঙ্গীয় ফোর্সসহ কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর দেবতাছড়ি (ছোট পাগলী) গ্রামস্থ বিশাখা তনচংগ্যা’র বসতঘরের শয়ন কক্ষ হতে বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮ টার সময় বিশাখা তনচংগ্যাকে (৪৬) কে ২৬ (ছাব্বিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাঁর বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে আসামীকে রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।