শিরোনাম
রাষ্ট্র সংস্কারে সহায়তায় বিএনপির ৬ কমিটি রাঙ্গামাটিতে এবার ৪৪ পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব রাঙ্গামাটিতে এক দফা দাবিতে তিন ঘণ্টার কর্মবিরতি নার্সদের পাহাড়ের পরিস্থিতির জন্য প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থা সক্রিয়ভাবে জড়িত: ওয়াদুদ ভূইয়া কামাল চৌধুরী, মেজবাহ উদ্দীনসহ চারজন গ্রেপ্তার পানির নিচে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু,৪০ দিন ধরে ডুবে থাকায় ক্ষতির মুখে পর্যটন খাত শাজাহান খানের অনুসারী পরিবহন শ্রমিকরা বেপরোয়া যানজটের ভোগান্তিতে নাকাল নগরবাসী শৃঙ্খলা ফেরেনি সড়কে ভারতে জামাই আদরে পলাতক খুনিরা! জাতিসংঘে ইউনূসের সফল দৌত্যে চিন্তায় নয়াদিল্লি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা

তুরস্কে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৭৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে আগুন লেগে ২৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দিনের বেলায় মেরামতের কাজ চলাকালীন ওই নাইটক্লাবে এ অগ্নিকাণ্ড ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গেইরেটেপ জেলায় অবস্থিত ১৬ তলা ভবনের নিচতলায় নাইটক্লাবের সংস্কার কাজ চলাকালীন আগুনের সূত্রপাত হয়।

এতে আরো বলা হয়, শহরের গভর্নরের অফিস সূত্রে জানা গেছে, অগ্নিনির্বাপক ৩১টি গাড়ি নিয়ে ৮৬ জন কর্মী ঘটনাস্থলে যান এবং কয়েক ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে দেশটির টেলিভিশনে প্রচারিত ছবিতে আগুনের শিখা এবং উপরের তলার জানালা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডালি দেখা গেছে।

ওই শহরের মেয়র একরেম ইমামোগ্লু বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের কাছের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং নিহতরা সংস্কার কাজের সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

গভর্নর অফিস জানিয়েছে, আসল ঘটনা জানতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সূত্র : আল-জাজিরা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions