ক্রীড়া ডেস্ক:- আইপিএলের দামামা বাজতে আর মাত্র দুই দিন বাকি। টুর্নামেন্টকে সামনে রেখে তাই সব রকমের প্রস্তুতি সেরে নিচ্ছে আইপিএল কর্তৃপক্ষ। পুরোনো প্রযুক্তির সঙ্গে এবার নতুন এক প্রযুক্তিকেও পরিচয় করিয়ে দিতে যাচ্ছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
নতুন প্রযুক্তিটি হচ্ছে— স্মার্ট রিপ্লে সিস্টেম (এসআরএস)। আইপিএলে প্রযুক্তিটি নতুন হলেও দ্য হানড্রেড টুর্নামেন্টে ইতিমধ্যে ব্যবহার করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। এসআরএস ব্যবহার করে নির্ভুলভাবে ম্যাচ পরিচালনা এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন আম্পায়াররা। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, স্মার্ট রিপ্লে সিস্টেমে টিভি আম্পায়ার এবং হক-আই অপারেটর একই রুমে বসবেন। এতে যেকোনো ঘটনার ফুটেজ দেখে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন টিভি আম্পায়ার।
এর আগে হক-আই অপারেটর এবং টিভি আম্পায়ারদের মধ্যে লিয়াজোঁ হিসেবে কাজ করতেন টিভি ব্রডকাস্টার। এতে আলাদা আলাদা করে সঠিক ফুটেজ দেখে সিদ্ধান্ত নিতে সময় লাগত আম্পায়ারদের। এই প্রযুক্তিতে তেমনটা হওয়ার সুযোগ নেই। একই সময়ে দুটি ফুটেজ দেখার সুযোগ পাবেন টিভি আম্পায়ার। এতে স্ট্যাম্পিং, ক্যাচ, রান আউট, চার–ছক্কার সিদ্ধান্তটা নেওয়া সহজ হবে। আউট নিয়ে থাকবে না কোনো বিতর্ক। সিদ্ধান্ত নেওয়ার সময় টিভি আম্পায়ার এবং হক-আই প্রযুক্তিবিদের কথাও শোনা যাবে।
স্মার্ট রিপ্লে সিস্টেমে প্রতি ম্যাচে মাঠের চারদিকে ৮টি করে হক-আই ক্যামেরা থাকবে। এতে সব ধরনের অ্যাঙ্গেলের ফুটেজ পাওয়া যাবে। আগে যেমনটা হতো সব অ্যাঙ্গেলের ছবি পাওয়া যেত না। যেমন কোনো ক্যাচ নেওয়ার ক্ষেত্রে এক বা দুই অ্যাঙ্গেলের ফুটেজ দেখেই সিদ্ধান্ত নিতে হতো আম্পায়ারদের। এবার সব অ্যাঙ্গেল তো দেখতে পারবেন, সঙ্গে জুম করে ক্যাচ হয়েছে কিনা তা দেখার পর নির্ভুল সিদ্ধান্ত নিতে পারবেন আম্পায়াররা।
আগামী ২২ মার্চ আইপিএল শুরু হওয়ার আগে আম্পায়ারদের নিয়ে দুই দিনের কর্মশালা করেছে বিসিসিআই। আইপিএল পরিচালনা করবেন এমন ১৫ আম্পায়ারকে কর্মশালায় স্মার্ট রিপ্লে সিস্টেম বুঝিয়ে দিয়েছে বিসিসিআই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।