বান্দরবান:- নিরাপত্তার কারণে গত আট দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে থানচির উদ্দেশে যাত্রী নিয়ে বাস চলাচল করতে দেখা যায়।
এর আগে ৬ ফেব্রুয়ারি থেকে নিরাপত্তার কারণে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীসহ পর্যটকরা।
এ ছাড়াও কৃষিপণ্য পরিবহনেও দুর্ভোগ পোহাতে হয়েছে কৃষকদের। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার থেকে চালু হয় ওই সড়কে গণপরিবহন চলাচল।
বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলম এ তথ্য নিশ্চিত করে জানান, নিরাপত্তার কারণে পরিবহন শ্রমিকরা গত ৬ ফেব্রুয়ারি সকাল থেকে থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বুধবার সকাল থেকে ওই সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়।
পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী থানচি সড়কের বাস মালিকদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করায় ৬ ফেব্রুয়ারি থেকে বান্দরবান-থানচি সড়কে গণপরিবহন চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা।