ডেস্ক রির্পোট:- নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে খেলা। নির্ধারিত সময়ের খেলা শেষ। যোগ করা ৪ মিনিটের খেলা চলছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের অনেকেই আসন ছেড়ে উঠে পড়েছেন বের হয়ে যাওয়ার জন্য। কিন্তু তাদের সেই যাওয়া আর হয়নি। দাঁড়ানোটাকে উল্লাসে পরিণত করেন বাংলার বীর কন্যারা। ৯১ মিনিট পার হয়ে চলছে ৯২ মিনিটের খেলা। সে সময়ই গোল করে বসেন ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাগরিকা। শীতের হালকা আমেজে কমলাপুর স্টেডিয়ামে তখন উল্লাসের ঢেউ। খেলোয়াড়রা একে অপরকে ধরে আনন্দের বহির্প্রকাশ ঘটাচ্ছেন। এই জয়ে বাংলাদেশ প্রথম দল হিসেবে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে।
৪ দলের রবিন লিগে প্রথম ম্যাচে তারা নেপালকে হারিয়েছিল ৩-১ গোলে। সেই ম্যাচেও সাগরিকা ২ গোল করেছিলেন। ভারত তাদের প্রথম ম্যাচে ভুটানকে বিধ্বস্ত করেছিল ১০-০ গোলে।
গোটা ম্যাচে বাংলাদেশ দাপট দেখিয়ে খেলে গোলের একাধিক সুযোগ নষ্ট করে। একের পর এক সুযোগ নষ্ট হওয়ার ফলে বাংলাদেশ দল আর গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের খেলাও গোলশূন্যভাবে শেষ হয়। এ সময় চতুর্থ রেফারি ডিসপ্লেতে দেখায় ৪ মিনিট যোগ করা সময় খেলা হবে। যাকে সহজ ভাষায় বলা হয় ইনজুরি টাইম। এই ৪ মিনিট সময়কেই কাজে লাগান বাংলাদেশের মেয়েরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিট চলাকালীন নিজেদের সীমানা থেকে গড়ে উঠে আক্রমণ। আফিদা উঁচু করে লম্বা পাস দেন সাগরিকার উদ্দেশে। বল ধরেই সাগরিকা ক্ষীপ্রগতিতে ভারতের দু’জন খেলোয়াড় মাঝ দিয়ে বল নিয়ে বক্সে ডুকে আগুয়ান গোলরক্ষক অনিকার ডান পাশ দিয়ে প্লেসিং শটে বল জালে জড়িয়ে দিয়ে সবাইকে উল্লাস করার উপলক্ষ এনে দেন।
আগামী মঙ্গলবার বাংলাদেশ লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। ভারত খেলবে নেপালের বিপক্ষে। এই দুই দলের খেলার ওপরই নির্ভর করবে ৮ ফেব্রুয়ারি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে?