শিরোনাম
বিতর্কে জড়ালেন রাষ্ট্রপতি, বাড়ছে পদত্যাগের চাপ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা চট্টগ্রামের বাঁশখালীতে কাপড় ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু দিল্লি থেকে মীরাটের সেনানিবাসে শেখ হাসিনা? পদত্যাগপত্রের খোঁজ শাজাহান খানের ২৪ হাজার কোটি টাকার চাঁদাবাজি দুর্নীতির টাকায় ব্যাংক বানিয়েছেন আনিসুল,অবৈধ উপার্জনের প্রধান উৎস ছিল নিয়োগ-বাণিজ্য মিরপুরে ঘুরে দাঁড়াতে পারবে তো বাংলাদেশ! এস আলম ও সাইফুজ্জামানের সম্পদ বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু,পাচারের অর্থ ফেরত আনার উদ্যোগ রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেয়ায় হাসিনার প্রধানমন্ত্রী থাকার সুযোগই নেই’

রাঙ্গামাটির সাপছড়িতে পাহাড় কেটে সওজের সড়ক উন্নয়ন, বন্ধ করল কাপ্তাই ইউএনও

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নে সাপছড়ি এলাকায় নির্বিচারে পাহাড় কেটে সওজের উন্নয়ন বন্ধ করল ইউএনও।

রাঙ্গামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর সড়কের উন্নয়ন কাজ করার জন্য সড়কের পাশে ড্রেজার দিয়ে পাহাড় কেটে সাবাড় করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণ করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দীন।

মো. মহিউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সড়কটি দিয়ে চলাচল করার সময় বিষয়টি আমার নজরে এসেছে। এবং সাথে সাথে আমি রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাহাড় কাটা বন্ধের নির্দেশ প্রদান করি। সড়কের উন্নয়ন হবে তবে সেটা পাহাড় কেটে নয় এই বিষয়ে তাদের অবগত করেছি। এছাড়া পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ। তাই কেউ যেন পাহাড় কাটতে না পারে সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। এবং যারা পাহাড় কাটবে তাদের আইনের আওতায় এনে দণ্ড প্রদান করা হবে।

এদিকে পাহাড় কাটার বিষয়ে জানতে চেয়ে রাঙ্গামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার ফোন নাম্বারে একাধিকবার ফোন করা হলেও কল রিসিভিড করেনি।

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ি স্থানীয় লোকজন জানান, রাতের আঁধারে ড্রেজার দিয়ে কাটা হতো পাহাড়ের মাটি।

স্থানীয় লোকজন আরো ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের উন্নয়ন কাজ হচ্ছে ভালো কথা কিন্তু নির্বিচারে পাহাড় কেটে মাটি ভরাট করতে হবে কেন? পাহাড় কাটার ফলে পরিবেশ ও বসবাসরত বাসিন্দাদের মধ্যে ঝুঁকি বাড়ছে। বিশেষ করে আসন্ন বর্ষায় পাহাড় ধসের মতো ঘটনা ঘটে প্রাণহানির ঝুঁকিও রয়েছে। কয়েকবছর পূর্বেও এসব এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটেছে।

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা জানান, পাহাড় কাটার বিষয়টি আমি খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি। এবং কাপ্তাই ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পাহাড় কাটা বন্ধ করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions