রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে এ জরিমানা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার।
অভিযানে ফাইভ স্টার নামে একটি ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ করা হয়। একই সঙ্গে প্রায় ১৫ হাজার কাঁচা ইট ভেঙে নষ্ট করা হয় এবং মালিক ও ম্যানেজারকে পুনরায় ইটভাটা চালু না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অপরদিকে কেবিএম এবং এমএমসি নামে দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার স্বত্বাধিকারী মো. নাহিদুল আলম ও নজরুল ইসলামকে পৃথক দুটি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ইটভাটার মালিক ও ম্যানেজারকে আগামী তিনদিনের মধ্যে ইটভাটার সব কার্যক্রম বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় অবৈধ ইটভাটা বন্ধের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।