ডেস্ক রির্পোট:- জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সংস্কৃতি অঙ্গণের অভিনেত্রী-শিল্পীরা। তারা সবাই আওয়ামী লীগের এমপি হতে চান। বিভিন্নভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে ইতোমধ্যে লবিং শুরু করেছেন। নানাভাবে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন, অভিনেত্রী শমী কায়সার, তারিন জাহান, অরুণা বিশ্বাস, তানভীন সুইটি, রোকেয়া প্রাচী, অপু বিশ্বাস, নিপুণ আক্তারসহ আরও বেশ কিছু পরিচিত মুখ। এছাড়া সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অভিনেত্রী তারানা হালিম, সাবেক সংরক্ষিত এবং সংসদীয় আসনের এমপি সঙ্গীতশিল্পী মমতাজ, দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে হেরে যাওয়ার চিত্রনায়িকা মাহিয়া মাহি রয়েছেন। তারা সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার জন্য চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছেন। তবে কাদের ভাগ্যে এমপি হওয়া রয়েছে, তা নিশ্চিত নয়। এদিকে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ যেসব বিষয়কে প্রাধান্য দেয় সে সম্পর্কে দলটির যুগ্ম সাধারণ স¤পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, প্রথমত দলের ত্যাগী ও যোগ্য নেতাকর্মীরা প্রাধান্য পায়। বিশেষ করে মহিলা আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে যারা কাজ করেন তারা থাকেন। তাদের ত্যাগ এবং সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নেওয়া হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য থাকেন। শহিদ পরিবারের সদস্যরাও থাকেন। সমাজকর্মী বা এনজিও কর্মীসহ বিভিন্ন পেশার খ্যাতিমান যারা তারা থাকতে পারেন। তাদের যোগ্যতা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় নেওয়া হয়। সব কিছু বিবেচনায় নিয়েই সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন দেওয়া হয়।