
ডেস্ক রির্পাট:- প্লেব্যাক সিংগিং থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে ভক্তদের আবেগতাড়িত করেছেন অরিজিৎ সিং। ২৭ জানুয়ারির এই ঘোষণার পর সংগীতপ্রেমীদের মধ্যে নেমে এসেছে বিষণ্নতার ছায়া। ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য হিট গান—যা প্রেম, বিরহ, নস্টালজিয়া আর আবেগের প্লেলিস্টে স্থায়ী জায়গা করে নিয়েছে। অরিজিৎ–কণ্ঠে অমর হয়ে থাকা গানগুলোর সিনেমা দিয়ে সাজাতে পারেন আপনার অবসর সময়।
আশিকি ২—তুম হি হো
এই গান দিয়েই রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন অরিজিৎ সিং। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবিটির এই গান প্রেম, নিবেদন আর হৃদয়ভাঙার প্রতীকে পরিণত হয়। এখনও রোমান্টিক প্লেলিস্টের প্রথম সারির গান এটি।
ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি—কাবিরা ও ইলাহি
রণবীর কাপুরের চরিত্রের দুই ভিন্ন আবেগকে ফুটিয়ে তুলেছে দুটি গান। ইলাহি–তে স্বাধীনতার উচ্ছ্বাস, আর কাবিরা–য় নরম নস্টালজিয়া। অরিজিতের কণ্ঠে আনন্দ আর বিষণ্নতার এই দ্বৈত সুর বিশেষ মাত্রা পায় এই সিনেমায়।
বারফি—ফির লে আয়া দিল
রণবীর কাপুর ও ইলিয়ানা ডি’ক্রুজকে ঘিরে নির্মিত এই গান না বলা আবেগের গভীর প্রকাশ। হারিয়ে যাওয়া প্রেমে ফিরে যাওয়ার আকুতি আর নরম বিষাদ—সব মিলিয়ে অত্যন্ত হৃদয়ছোঁয়া পরিবেশনা এটি।
অ্যায় দিল হেয় মুশকিল—চান্না মেরেয়া
একতরফা ভালোবাসার ব্যথা প্রকাশে অরিজিতের জুড়ি নেই। ‘চান্না মেরেয়া’ তার বড় উদাহরণ। বিয়ের দৃশ্যে রণবীর কাপুরের ভাঙা মন আর অনুশকা শর্মার অসহায়ত্য, গানটির আবেগকে আরও তীব্র করে তোলে।
তামাশা—আগার তুম সাথ হো
ভালোবাসা, দূরত্ব আর অপূর্ণতার আবেগঘন গান। রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই দৃশ্যগুলোতে অরিজিতের কণ্ঠ গভীর আবেগের মাত্রা যোগ করে, যা গানটিকে কালজয়ী করেছে।
কবির সিং—বেখায়ালি
তীব্র মানসিক টানাপোড়েন ও ভাঙনের আবহে তৈরি গান। শহীদ কাপুরের চরিত্রের অস্থিরতা ও যন্ত্রণা অরিজিতের কণ্ঠে কাঁচা ও শক্তিশালীভাবে ধরা পড়ে।
বাজিরাও মাস্তানি-আয়াত
দীপিকা পাড়ুকোনের নৃত্য ও রাজকীয় ভিজ্যুয়ালের সঙ্গে অরিজিতের সুফিয়ানা আবহের গান—ভালোবাসা, নিবেদন ও আধ্যাত্মিকতার মিশ্র অনুভূতি তৈরি করে।
কলঙ্ক—টাইটেল ট্র্যাক
অপূর্ণ প্রেম ও নিয়তির বেদনাকে কেন্দ্র করে নির্মিত শিরোনাম গান। আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের চরিত্রের ট্র্যাজিক আবহ গানটিকে আরও গভীর করেছে।
অ্যাজেন্ট ভিনোদ—রাবতা
ছবিটি বক্স অফিসে সফল না হলেও গানটি দারুণ জনপ্রিয়তা পায়। সময় ও যুক্তির সীমানা ছাড়ানো সম্পর্কের কথা বলে ‘রাবতা’, যা অরিজিতের কণ্ঠে পেয়েছে আলাদা মাধুর্য।
দিলওয়ালে—গেরুয়া
শাহরুখ খান ও কাজলের জনপ্রিয় জুটিকে ইউরোপের মনোরম লোকেশনে নতুন করে উপস্থাপন করে এই গান। অরিজিতের রোমান্টিক কণ্ঠ গানটিকে নস্টালজিয়া আর আবেগের এক স্থায়ী স্মারকে পরিণত করেছে।
সূত্র: এনডিটিভি