
রাঙ্গামাটি:- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে জামায়াতের মনোনিত প্রার্থী এ্যাড. মোখতার আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটানিং কর্মকর্তার কাছে সশরীরে এসে মনোনয়ন প্রত্যাহার করে নেন।
জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়, মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জামায়াতের মনোনিত প্রার্থী এ্যাড. মোখতার আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ ব্যাপারে তথ্য জেলা প্রশাসক কার্যালয়ের নোটিশ বোর্ডে দেয়া হয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশনে এ ব্যাপারে জানানো হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় প্রতীক বরাদ্ধ দেওয়া হবে বলে জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়।
বর্তমানে নির্বাচনে লড়াইয়ে টিকে আছেন বিএনপির মনোনিত প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনিত প্রার্থী জসিম উদ্দিন, বিপ্লবী ওয়াকার্স পার্টির মনোনিত প্রার্থী জুঁই চাকমা, খেলাফত মজলিস এর প্রার্থী মাও. আবু বক্কর সিদ্দিক, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী অশোক তালুকদার, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং গণঅধিকার পরিষদ এর মনোনিত প্রার্থী আবুল বাশারসহ মোট ৭ জন প্রার্থী।