
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ঢল নেমেছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে। মানুষের চোখেমুখে স্পষ্ট দেখা যাচ্ছে একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর গভীর বেদনা।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার পর সরেজমিনে মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে দেখা যায়, জানাজা শুরুর আগেই হাজার হাজার মানুষ সেখানে অবস্থান নিয়েছেন। চারদিকে দলে দলে মানুষ এসে জমায়েত হচ্ছেন।
নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, এমন দেশপ্রেমিক ও সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আবার আসবে কি না জানি না। প্রিয় নেত্রীর শেষ বিদায় জানাতেই এখানে এসেছি।
জানাজায় অংশ নিতে আসা রাকিবুল ইসলাম বলেন, নিজের খরচে ঢাকায় এসেছি।
এই অবস্থায় ঘরে বসে থাকা সম্ভব নয়। এমন দেশপ্রেমিক নেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোই আমাদের দায়িত্ব।
বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদারে মোট ৫০ প্লাটুন, অর্থাৎ প্রায় এক হাজার পাঁচজন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করছেন।
এর আগে মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একইসঙ্গে বুধবার সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট গেজেট ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।