
রাঙ্গামাটি:- অনুমোদন ছাড়াই পাহাড় কাটার দায়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়(রাবিপ্রবি) স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। ৫ ডিসেম্বর শুক্রবার রাঙ্গামাটির কোতয়ালী থানায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম এই মামলা দায়ের করেন।
এই প্রসঙ্গে মুমিনুল ইসলাম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভবন তৈরির জন্য পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কাছে অনুমোদন চেয়েছে। কিন্তু তারা অনুমোদন পাওয়ার পূর্বেই পাহাড় কাটা শুরু করে এবং যে পরিমাণ পাহাড় কাটার কথা বলেছেন, তার চাইতেও বেশি পাহাড় ইতোমধ্যে কেটে ফেলেছেন, সেজন্য প্রকল্প পরিচালকসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাহাড় কাটার প্রস্তাব করলে, তাদের একটি বিস্তারিত পরিবেশগত প্রভাব মূল্যায়ন রিপোর্ট জমা দিতে হয়। পরিবেশ অধিদপ্তর সেই রিপোর্ট যাচাই করে, জনশুনানি করে এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পাহাড় কাটার যৌক্তিকতা ও পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন করে। যদি সব দিক বিবেচনায় অনুমোদন দেওয়া হয়, তবে নির্দিষ্ট শর্তসহ ছাড়পত্র প্রদান করা হয়। কিন্তু ছাড়পত্র দেয়ার আগেই তারা পাহাড় কেটেছে।

রাঙ্গামাটি কোতয়ালি থানার ইনচার্জ সাহেদ উদ্দিন বলেন, পরিবেশ আইনে থানায় প্রকল্প পরিচালক, শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক, ঠিকাদারসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরিবেশ অধিদপ্তর মামলাটি তদন্ত করছে।
প্রসঙ্গত, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চারটি ভবনের কাজ চলছে। এর মধ্যে রয়েছে একটি করে প্রশাসনিক ও একাডেমিক ভবন এবং দুটি আবাসিক হল।